শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:২৯ পিএম

রাজনীতিতে আসার গুঞ্জন নিয়ে যা বললেন তাহসান খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:২৯ পিএম

তাহসান খান। ছবি - সংগৃহীত

তাহসান খান। ছবি - সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও শিক্ষক তাহসান খান সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়া এক গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। কয়েক দিন ধরে খবর ছড়িয়েছিল- তিনি নাকি দ্রুতই একটি রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন।

তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তাহসান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘এখন কেন, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই আমার। যা ছড়িয়েছে তা মিথ্যে।’

সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহসান জানান, মেলবোর্নের কনসার্টে তিনি গান থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছিলেন।

তার ভাষায়, ‘মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, তখন খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে, ভাবিনি। অভিনয় থেকে যেমন ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবেই গান থেকেও একটু বিরতি নিতে চাই। আমি তো একটু ইমোশনাল, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে।’

তাহসানের মতে, এই সময়ে মানুষ ভাইরাল হওয়ার নেশায় মেতে আছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, এগুলো এখন পার্ট অব দ্য গেম- একটা খেলার মতো। কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে, এটা পৃথিবীজুড়েই চলছে। তাই এখন খুব চিন্তা করে কথা বলতে হয়, কারণ কোন কথাটা কবে কীভাবে ভাইরাল হবে, বলা যায় না।’

গুজব ও ভুয়া খবর নিয়ে কথা বলতে গিয়ে তাহসান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে দর্শক কম, সমালোচক বেশি। এই সময়ে সত্য নিউজ প্রচার করা খুব জরুরি। সাংবাদিকদের অনুরোধ করব- দয়া করে সত্য খবরটাই মানুষের কাছে পৌঁছে দিন।’

তিনি আরও জানান, এর আগেও তাকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হয়েছিল। কয়েক মাস আগে এক অনলাইনে নিউজ হয়েছিল আমি নাকি বাবা হয়েছি! সারা দেশে ভাইরাল হয়ে গেল। অথচ ওটা ছিল আমার এক ছোট ভাইয়ের ছবি, যিনি বাবা হয়েছিলেন তিন-চার বছর আগে। আমি শুধু হাসপাতালে গিয়ে দেখা করেছিলাম।’

তাহসানের মতে, এসব ভুয়া খবর নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানালে উল্টো যারা এসব ছড়ায় তারাই জনপ্রিয় হয়ে যায়। তাই আমি মনে করি সাংবাদিকরাই আমাদের মতো শিল্পীদের রক্ষা করবেন। আমরা যারা শিল্পী, আর আপনারা যারা বিনোদনের সাংবাদিক- আমরা একে অপরের পরিপূরক।

গান থেকে বিরতি নেওয়ার বিষয়ে তাহসান বলেন, এটি নতুন কিছু নয়। এটা প্রথম না। ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি। ব্ল্যাক ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ার শুরু করার সময়ও কয়েক বছর লাইভ পারফরম্যান্স বন্ধ রেখেছিলাম। যুক্তরাষ্ট্রে মাস্টার্স করতে গিয়েও দুই বছর কোনো গান রিলিজ করিনি। এখন আরও একটি বিরতিতে যাচ্ছি।”

তিনি আরও বলেন, ‘গত ২৫ বছরে যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা ছিল, তার চেয়েও অনেক বেশি পেয়েছি। তাই কিছুটা বিরতি নিতে চাই। জীবনেও কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যা এতটাই অবিশ্বাস্য যে সেগুলো সবাইকে বলা যায় না। এমন কিছু বলতে চাই না, যা জাতীয় ইস্যু হয়ে যায়।’

বর্তমানে নিজের জীবনের নতুন অধ্যায়ে পড়াশোনায় মনোযোগ দিতে চান তাহসান। তার ভাষায়, ‘প্রতিটি মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে। প্রথমে মনে হয় কিছু জানি না, পরে মনে হয় অনেক জানি। কিন্তু সম্প্রতি মনে হয়েছে, জীবন ও জগৎ সম্পর্কে আসলে কিছুই জানি না। এখন আমার সময় পড়াশোনার।’

সারসংক্ষেপে বলা যায়, গান থেকে সাময়িক বিরতি নিলেও রাজনীতিতে আসার গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বললেন তাহসান খান। তার মতে, এসব শুধু ভাইরাল হওয়ার খেলার অংশ, আর এই সময়ে সবচেয়ে জরুরি হলো- সত্য খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া।

Link copied!