ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের আইকনিক নেতা মহেন্দ্র সিং ধোনির অবসর বিতর্কের অবসান ঘটিয়েছে।
সিএসকের সিইও কাসি বিশ্বনাথন নিশ্চিত করেছেন, ধোনি আগামী আইপিএল ২০২৬ মৌসুমে খেলতে প্রস্তুত থাকবেন। তিনি ক্রিকবাজকে বলেন, ধোনি আমাদের জানিয়েছেন, তিনি আগামী মৌসুমে খেলবেন।
জানা গেছে, ধোনি দলীয় রিটেনশন ও ট্রেড সংক্রান্ত আলোচনা–এও যুক্ত থাকবেন। আগামী ১৫ নভেম্বরের রিটেনশন ডেডলাইনের আগে প্রধান সদস্যরা, যার মধ্যে রয়েছেন সিইও বিশ্বনাথন, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড এবং কোচ স্টিফেন ফ্লেমিং, এক সভা করার পরিকল্পনা করছেন।
২০২৫ মৌসুমে দলে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর ধোনির ফেরত শুধু আশা জাগাচ্ছে না, বরং আগামী অফ–সিজনের জন্য একটি স্থিতিশীলতা প্রদান করছে।
এদিকে, রাজস্থান রয়্যালসের উইকেটকিপার ব্যাটসম্যান সানজু স্যামসনের ট্রান্সফার নিয়ে গুঞ্জন চলছে। জানা গেছে, তিনি আইপিএল ২০২৬–এর আগে দল পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। এবং সিএসকের সঙ্গে ট্রেডের সম্ভাবনা পুনরায় সক্রিয় হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালস সিএসকের একজন তারকা খেলোয়াড়কে নিতে চাইছেন। জাডেজা, শিভাম ডুবে বা বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের নাম আলোচনায় এসেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন