ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের মালিকানায় থাকা স্টেড মালহের্বের পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। ২০২৪ সালের গ্রীষ্মে ক্লাবটি কিনে নেওয়ার পর থেকেই প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি।
বর্তমানে ক্লাবটি ফ্রান্সের তৃতীয় বিভাগের লিগে, আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক সংকট ও কর্মচারী ছাঁটাই।
এই সংকটের মাঝে ক্লাবের একজন সুপরিচিত সমর্থক রেপার ওরেলসান তার নতুন গান ‘La Petite Voix’এ এমবাপ্পেকে টার্গেট করে বলেন, তুমি তোমার শহরকে ডুবিয়ে দেবে, ঠিক এমবাপ্পের মতো।
এই লাইনের জবাব দিতে দেরি করেননি রিয়াল মাদ্রিদ তারকা। এমবাপ্পে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ওরেলসান, তুমি সেই শহরকে ‘বাঁচাতে’ আমন্ত্রণ প্রাপ্ত। পি.এস... লোকটি ১% অংশের জন্য আমাদের কাছে ঢুকতে চেয়েছিল বিনা মূল্যে, কারণ তার পকেট খালি—কিন্তু নিজেকে নরম্যান্ডির সোনালি ছেলে হিসেবে দেখাতে চেয়েছিল।’
এই জবাব মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং ফরাসি ফুটবল ও মিউজিক ভক্তদের মধ্যে তীব্র আলোচনার জন্ম দেয়। কেউ এমবাপ্পের কঠোরতা অপ্রয়োজনীয় মনে করছে, কেউ আবার মনে করছে তিনি তার ক্লাব ও প্রকল্পকে রক্ষা করছেন।
এমবাপ্পে স্টেড মালহের্বে কেনের মালিকানা নেয়ার সময় তিনি ফরাসি ফুটবলে সবচেয়ে কমবয়সি প্রধান শেয়ারহোল্ডার হয়েছিলেন, যা তার নিজস্ব শহরের প্রতি আনুগত্যের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। কিন্তু বর্তমানে ক্লাবটি তৃতীয় বিভাগে ১০ম স্থানে অবস্থান করছে এবং পরিচালনায় সমালোচনা বৃদ্ধি পাচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন