বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর হিসেবে দীর্ঘ ১৬ বছরের দায়িত্ব পালন শেষে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন গামিনী ডি সিলভা। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউরেটর ও গ্রাউন্ড স্টাফদের উদ্যোগে গামিনীর সম্মানে একটি বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের ক্রিকেটে তার দীর্ঘ অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সহকর্মীরা।
শ্রীলঙ্কান এই কিউরেটর প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খেলা ছাড়ার পর যুক্ত হন আম্পায়ারিংয়ে। পরবর্তীতে আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলেও জায়গা করে নেন তিনি।
২০০৯ সালে বিসিবিতে যোগ দিয়ে দেশের বিভিন্ন ভেন্যুর পিচ ও গ্রাউন্ড ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৬৫ বছর বয়সী গামিনী ডি সিলভা। তার সময়েই সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ৩২টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ।
যার মধ্যে ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ এবং তিনটি এশিয়া কাপের আসর। এছাড়া অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ১১টি মৌসুম।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন