শনিবার (৮ নভেম্বর) রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫ নং লক্ষ্মীটারী ইউনিয়নের বাগেরহাট তিস্তাপাড় এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা ও উন্নয়ন প্রয়োজনীয়তা সরেজমিনে পরিদর্শন করেছেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'ব্রোট ফর ডাই ওয়েল্ট-এর প্রোগ্রাম অফিসার পামেলা মেটসচার।
পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ঘরবাড়ি, চাষের জমি ও জীবিকা হারানো পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। স্থানীয়দের কাছ থেকে তিনি খাদ্যনিরাপত্তা, নিরাপদ বাসস্থান, কর্মসংস্থান ও পুনর্বাসন সংক্রান্ত বাস্তব পরিস্থিতি শুনে নেন।
পামেলা মেটসচার বলেন, নদীভাঙন শুধু ঘরবাড়ি ভেঙে দেয় না-মানুষের জীবনমান, নিরাপত্তা এবং ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দেয়। টেকসই সমাধানের জন্য সমন্বিত উন্নয়ন উদ্যোগ জরুরি।
পরিদর্শনকালে এলাকাবাসীরা জানান, ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক সাম্প্রতিক বন্যায় ভেঙে সম্পূর্ণ চলাচলযোগ্যতা হারিয়েছে।
সড়ক ভেঙে যাওয়ায় শিশুদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষিপণ্য বাজারে নেওয়া এবং অসুস্থদের হাসপাতালে পৌঁছানো মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তারা দ্রুত সড়ক দুটির সংস্কার এবং তিস্তা নদীর তীরে স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান।

পরিদর্শনে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল হাদি, চেয়ারম্যান, ৫ নং লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ।
এ ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটির প্রতিনিধি এবং আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে তিস্তাপাড়ের মানুষের জীবনে স্থায়িত্ব ও নিরাপত্তা ফিরবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন