নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সাবেক চেয়ারপারসন ও খ্যাতনামা পাকিস্তানি-আমেরিকান আইনবিদ লিনা মালিহা খানকে তার ট্রানজিশন টিমের সহ-সভাপতি (কো-চেয়ার) হিসেবে নিয়োগ দিয়েছেন।
গত বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এক বিবৃতিতে মামদানি এ ঘোষণা দেন।
৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তিনি ২০২৬ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই শহরের নেতৃত্বে আসবেন।
৩৬ বছর বয়সী লিনা খান, যিনি বাইডেন প্রশাসনে এফটিসির নেতৃত্ব দিয়েছিলেন, এখন নিউইয়র্ক সিটি হলের আরও তিনজন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে মামদানির ট্রানজিশন টিমে নেতৃত্ব দেবেন।
লিনা খান এক বিবৃতিতে বলেন, ‘নিউইয়র্কবাসীরা স্পষ্ট বার্তা দিয়েছেন- এখন সময় এসেছে এমন একটি শহর গড়ার, যেখানে সাধারণ মানুষও স্বস্তিতে বাঁচতে পারে। আমি উচ্ছ্বসিত যে জোহরান এমন একটি টিম গড়ছেন, যা নিউইয়র্ক সিটিতে নতুন যুগের সূচনা করবে এবং গণতান্ত্রিক নেতৃত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।’
এফটিসির চেয়ারপারসন হিসেবে লিনা খান অ্যান্টিট্রাস্ট ও ভোক্তা সুরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি করপোরেট একীভবনের ওপর নজরদারি বাড়ান এবং নাগরিকদের ‘জাঙ্ক ফি’ ও বাধ্যতামূলক সালিশি চুক্তির মতো অন্যায্য ব্যবসায়িক প্রথা থেকে সুরক্ষা দিতে প্রশাসনিক পদক্ষেপ নেন।
প্রগতিশীল মহল তার করপোরেট শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানকে স্বাগত জানালেও, বাইডেন প্রশাসনের ‘বিগ টেক’ বিরোধী নীতির কারণে সিলিকন ভ্যালির অনেক উদ্যোক্তা অসন্তোষ প্রকাশ করেন।
খান অ্যামাজন ও মাইক্রোসফটের মতো বৃহৎ কোম্পানির বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা রোধে পদক্ষেপ নেন। এতে তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রশংসা পান, এর মধ্যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যাননও আছেন।
২০২৪ সালের মে মাসে টিকিটমাস্টার কোম্পানির বিরুদ্ধে বিচার বিভাগের মামলায় তার পদক্ষেপ দ্বিদলীয় সমর্থন লাভ করে।
লিনা খান লন্ডনে জন্মগ্রহণ করেন পাকিস্তানি অভিবাসী পরিবারের ঘরে। তার পরিবার ২০০০ সালে যুক্তরাষ্ট্রে চলে আসে। বর্তমানে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ড. শাহরুখ আলীর স্ত্রী।
বিশ্লেষকদের মতে, জোহরান মামদানি ও তার নেতৃত্বাধীন নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করলে নিউইয়র্ক সিটিতে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন