বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৫৮ পিএম

রঞ্জি ট্রফিতে ফিরছেন কোহলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৫৮ পিএম

রঞ্জি ট্রফিতে ফিরছেন কোহলি

ছবি: ইন্টারনেট

রঞ্জি ট্রফিতে ফিরছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। প্রায় এক যুগ পর ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যাবে এই ব্যাটিং গ্রেটকে। আগামী ৩০ জানুয়ারি রঞ্জি ট্রফি শুরু হবে। প্রথম রাউন্ডে রেলওয়েসের বিপক্ষে দিল্লির হয়ে খেলবেন কোহলি। 

দিল্লির কোচ ও সাবেক ভারতীয় স্পিনার সারানদিপ সিং তার খেলা নিশ্চিত করেছেন। এর আগে সবশেষ ২০১২ সালের নভেম্বরের ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছে কোহলি। সেবার উত্তর প্রদেশের বিপক্ষে খেলেছিলেন। সেই উত্তর প্রদেশ দলে ছিলেন মোহাম্মদ কাইফ, প্রাভিন কুমার, সুরেশ রায়ানারা। 

টেস্ট ক্রিকেটের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে কোহলি সবশেষ খেলেছেন ২০১৫ সালে ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে। রঞ্জি ট্রফিতে সর্বশেষ ম্যাচটি খেলার সময় কোহলির টেস্ট অভিজ্ঞতা ছিল মাত্র ১০ ম্যাচের। সেই তিনি এখন ১২৩ টেস্ট খেলা অভিজ্ঞ এক ক্রিকেটার ও বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। 

তবে সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও বাকি ৮ ইনিংস মিলিয়ে তার রান মোটে ৯০। ৯ ইনিংসে ১৯০ রান করেছেন ২৩.৭৫ গড়ে। 

অফ স্টাম্পের বাইরের বলে প্রায় একইভাবে আউট হয়েছেন সিরিজজুড়ে। এর আগের সিরিজে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে করেছিলেন ৭০, বাকি পাঁচ ইনিংস মিলিয়ে ২৩। সেই সিরিজে ৬ ইনিংসে তার রান ছিল ১৫.৫০ গড়ে ৯৩। 

কিউইদের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষেও দেশে মাঠে চার ইনিংসে ফিফটি ছিল না তার। শুধু তিনি নয়, এই তিন সিরিজে চরম দুর্দশা ছিল আরেক অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শার্মার। এ ছাড়া সাম্প্রতি সময়টা খুব ভালো কাটেনি ভারতের ব্যাটিং লাইন আপের কারও। তাই ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তারকা ক্রিকেটারদের খেলা বা না খেলা নিয়ে অনেক শোরগোল হচ্ছে ভারতীয় ক্রিকেটে। 

ভারতীয় বোর্ড থেকে সম্প্রতি যে ১০ দফা নির্দেশনা নিয়ে আলোচনা হচ্ছে অনেক, সেখানেও ঘরোয়া ক্রিকেট নিয়ে ধারা আছে। সেই পথ ধরেই এই বৃহস্পতিবার থেকে শুরু রাউন্ডে রঞ্জি ট্রফিতে খেলছেন রোহিত, শুবমান গিল, রিশাভ পান্ত, রাভিন্দ্রা জাদেজার মতো ক্রিকেটাররা। 

কোহলি এই রাউন্ডে খেলতে পারছেন না ঘাড়ের সমস্যার কারণে। পরের রাউন্ডেই তিনি ফিরছেন। ভারতীয় দলে কোচ গাম্ভির ও প্রধান নির্বাচক আজিত আগারকারকে রাঞ্জিতে খেলার কথা কোহলি জানিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। 

রঞ্জির ম্যাচটি যদি চার দিনই হয়, তাহলে শেষ হবে ২ ফেব্রুয়ারি। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু ইংল্যান্ডের বিপক্ষে বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

রূপালী বাংলাদেশ

Link copied!