শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ১০:২৯ এএম

ঈমানের শাখা-প্রশাখা কয়টি

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ১০:২৯ এএম

কোরআন। ছবি: সংগৃহীত

কোরআন। ছবি: সংগৃহীত

হাদিস শরিফে এসেছে, ঈমানের ৭৭টি শাখা-প্রশাখা রয়েছে। এর প্রথমটি হলো (কালিমা তাইয়্যেবাহ) ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’

। আর ঈমানের সর্বশেষটি হলো ‘রাস্তা বা পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।

উল্লিখিত হাদিস থেকে বোঝা যায়, ঈমানের বিভিন্ন শাখা-প্রশাখা রয়েছে। বিখ্যাত মুহাদ্দিস ইবনে হিব্বান (রহ.)-এর মতে, ঈমানের মোট ৭৯টি শাখা রয়েছে। (আল-ইহসান ফি তাকরিরি ইবনে হিব্বান, খণ্ড : ১, পৃষ্ঠা-৩৮৭)

বিশিষ্ট মুহাদ্দিস আবদুল জলীল আল-কসরি (রহ.) তার রচিত শুআবুল ঈমান নামক গ্রন্থে ৭৪টির কথা উল্লেখ করেছেন। হাফেজ আবু আবদিল্লাহ আল-হালিমি (রহ.) তার রচিত আল-মিনহাজ ফি শুআবিল ঈমানে ৭৭টি এবং ইমাম আবু বকর বাইহাকি (রহ.) তার রচিত জামিউল মুছান্নাফ ফি শুআবিল ঈমানে ঈমানের ৭৭টি শাখা-প্রশাখার বিস্তারিত ব্যাখ্যা ও আলোচনা তুলে ধরেছেন। (উসুলুল ঈমান, ড. আহমদ আলী, গার্ডিয়ান পাবলিকেশন্স, পৃষ্ঠা-৪২-৪৩)

মর্যাদার বিবেচনায় ঈমানের শাখা-প্রশাখাগুলো সমান নয়। পূর্ণাঙ্গ মুমিন-মুসলমানের মাঝে সবগুলো শাখা-প্রশাখা পাওয়া যাবে। যাদের মধ্যে কম পাওয়া যাবে, তারা দুর্বল বা ত্রুটিযুক্ত মুমিন।

ঈমানের কিছু শাখা-প্রশাখা অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়-যা গোপন। কিছু আছে প্রকাশ্য। কিছু আছে ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ইবাদতকেন্দ্রিক আবার কিছু শাখা সামাজিকতানির্ভর। লজ্জা ও আদবের মতো নৈতিকতায় মোড়ানোও কিছু শাখা রয়েছে। (দ্য ব্রাঞ্চেস অব ঈমান, ড. ইয়াসির কাদি, (ঈমানবৃক্ষ) অনুবাদ: মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, গার্ডিয়ান, পৃষ্ঠা-৮-৯)

ঈমানের সংজ্ঞা অনুযায়ী এর শাখা-প্রশাখাগুলো মোট তিন ভাগে বিভক্ত করা সম্ভব। যথা- 

ক. ঈমানের কিছু শাখা-প্রশাখা অন্তর বা বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত, এর সংখ্যা ৩০টি।

খ. কিছু জবান বা মৌখিক স্বীকৃতির সঙ্গে জাড়িত, এর সংখ্যা ৭টি।

গ. কিছু শাখা-প্রশাখা শরীর বা অঙ্গ-প্রত্যঙ্গ বা আমলের সঙ্গে জড়িত, এর সংখ্যা ৪০টি।

ফলাফল দাঁড়াল—(ক.) ৩০ + (খ.) ৭ + (গ.) ৪০ = ঈমানের ৭৭টি শাখা-প্রশাখা। (উসুলুল ঈমান, ড. আহমদ আলী, গার্ডিয়ান পাবলিকেশন্স, পৃষ্ঠা-৪৩)

(ক.) অন্তর বা বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত শাখা-প্রশাখাগুলো হলো-

১. আল্লাহতায়ালার প্রতি ঈমান। (সুরা নিসা, আয়াত : ১৩৬; মুসলিম, হাদিস নং-২৬)

২. আল্লাহ ছাড়া বাকি সবকিছুই তাঁর সৃষ্টি। (সুরা জুমার, আয়াত : ৬২)

৩. ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস। (সুরা বাকারা, আয়াত : ২৮৫)

৪. পবিত্র কোরআন ও আসমানি সব কিতাবের প্রতি বিশ্বাস। (সুরা নিসা, আয়াত : ১৩৬)

৫. রাসুল (সা.)-সহ সব নবী-রাসুলের প্রতি বিশ্বাস। (মুসলিম, হাদিস : ৮)

৬. তাকদির। (সুরা নিসা, আয়াত : ৭৮; মুসলিম, হাদিস : ৬৫০১)

৭. আখেরাত ও পুনরুদ্ধার। (সুরা তাওবা, আয়াত : ২৯)

৮. হাশর, মিজান, কিয়ামত ও বিচার দিবসের প্রতি বিশ্বাস। (সুরা জাসিয়া, আয়াত : বুখারি, হাদিস : ৬৫৩১)

৯. জান্নাত ও জাহান্নাম। (সুরা বাকারা, আয়াত: ৮১; বুখারি, হাদিস : ১৩৭৯)

১০. আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। (সুরা বাকারা, আয়াত : ১৬৫; বুখারি, হাদিস : ১৫)

১১. আল্লাহর প্রতি ভয়। (সুরা তাওবা, আয়াত : ১৭৫; সুরা মায়েদা, আয়াত : ৪৪)

১২. আল্লাহর প্রতি সুধারণা। (সুরা আরাফ, আয়াত : ৫৬; সুরা জুমার, আয়াত : ৫৩)

১৩. আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। (সুরা আলে ইমরান, আয়াত : ১২২, ১৬০; বুখারি, হাদিস : ৫৭০৫)

১৪. রাসুলুল্লাহকে (সা.) ভালোবাসা। (বুখারি, হাদিস : ১৫)

১৫. আল্লাহর জন্য কারও সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা করা। (বুখারি, হাদিস : ৬৬০)

১৬. ইখলাসের সঙ্গে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। (সুরা বাইয়িনা, আয়াত : ৫; তিরমিজি, হাদিস : ৩৫৯০)

১৭. গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা। (সুরা তাহরিম, আয়াত : ৮; মুসলিম, হাদিস : ৭০৩৬)

১৮. লজ্জা করা। (তিরমিজি, হাদিস : ২০০৯; মুসলিম, হাদিস : ১৬২)

১৯. নিয়ামতের শোকর আদায়। (সুরা ইবরাহিম, আয়াত : ৭; মুসলিম, হাদিস : ৭২২৯)

২০. বৈধ প্রতিশ্রুতি পালন। (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩৪; বুখারি, হাদিস : ১/৩৩)

২১. ধৈর্য ধারণ করা। (সুরা আনফাল, আয়াত : ৪৬; বুখারি, হাদিস : ৫৬৫৩-১২৫২)

২২. বিনয়ী হওয়া। (সুরা শুআরা, আয়াত : ২১৫; বুখারি, হাদিস : ৬২৫৬)

২৩. সৃষ্টিজীবনের প্রতি দয়া। (সুরা আলে ইমরান, আয়াত : ১৫৯; বুখারি, হাদিস : ৬০১৩)

২৪. আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্টি থাকা। (সুরা আহজাব, আয়াত : ৩৬)

২৫. অহংকার ত্যাগ করা। (সুরা বাকারা, আয়াত : ৩৪; মুসলিম, হাদিস : ৯১)

২৬. বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করা। (তিরমিজি, হাদিস : ১৯২০; আবু দাউদ, হাদিস : ৪৯৪৩)

২৭. হিংসা-বিদ্বেষ ত্যাগ করা। (সুরা ফালাক, আয়াত : ৫; বুখারি, হাদিস : ৬০৬৫)

২৮. রাগ-ক্রোধ ও মনোমালিন্য ত্যাগ। (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪; বুখারি, হাদিস : ১৩৭)

২৯. সবার কল্যাণ কামনা করা। (সুরা আরাফ, আয়াত : ৬২; মুসলিম, হাদিস : ৫৫)

৩০. পার্থিব ধন-সম্পদ ও নেতৃত্ব-কর্তৃত্ব-ক্ষমতার প্রতি মোহ না থাকা। (সুরা ফাতির, আয়াত : ৫; মুসলিম, হাদিস : ৭১২৪)


(খ.) জবান বা স্বীকৃতির সঙ্গে সম্পর্কিত শাখা-প্রশাখাগুলো হলো-

১. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বা তাওহিদের স্বীকৃতি প্রদান করা। (সুরা ফাতির, আয়াত : ৩; বুখারি, হাদিস : ৯)

২. পবিত্র কোরআন তেলাওয়াত। (সুরা আনফাল, আয়াত : ২)

৩. দ্বীনি জ্ঞানার্জন করা। (সুরা জুমার, আয়াত : ৯; বুখারি, হাদিস : ৭১)

৪. দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ও দ্বীনের প্রচার করা। (সুরা আলে ইমরান, আয়াত : ১১০; বুখারি, হাদিস : ৫০২৭-২৮)

৫. দোয়া করা। (সুরা বাকারা, আয়াত : ১৮৬; তিরমিজি, হাদিস : ৩৫৭১)

৬. আল্লাহর জিকির করা। (সুরা রাদ, আয়াত : ২৮; বুখারি, হাদিস : ৬৪০৭)

৭. অনর্থক কথা বলা ও শোনা থেকে বিরত থাকা। (সুরা মুমিনুন, আয়াত : ৩)


(গ.) শরীর, অঙ্গ-প্রত্যঙ্গ বা আমলের সঙ্গে জড়িত শাখা-প্রশাখাগুলো হলো-

১. পবিত্রতা অর্জন। (সুরা মায়িদা, আয়াত : ৬; মুসলিম, হাদিস : ৪৪১)

২. নিয়মিত নামাজ আদায়। (সুরা বাকারা, আয়াত : ১৪৩; সুরা নিসা, আয়াত : ৭৭)

৩. জাকাত আদায় ও দান-সদকা করা। (সুরা বাইয়িনা, আয়াত : ৫; বুখারি, হাদিস : ২৯)

৪. রমজানের রোজা রাখা। (সুরা বাকারা, আয়াত : ১৮৩; বুখারি, হাদিস : ২১)

৫. হজ পালন। (সুরা আলে ইমরান, আয়াত : ৯৭; সুরা বাকারা, আয়াত : ১৯৬)

৬. রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করা। (সুরা বাকারা, আয়াত : ১২৫; বুখারি, হাদিস : ২০২৬)

৭. হিজরত করা। (সুরা নাহাল, আয়াত : ৪১)

৮. আল্লাহর নামে মান্নত করলে, তা পূর্ণ করা। (সুরা বাকারা, আয়াত : ২৭০)

৯. আল্লাহর নামে বৈধ কসম করলে, তা আদায় করা। (বুখারি, হাদিস : ৬১০৮)

১০. কসম ভঙ্গ করলে, তার কাফফারা আদায় করা। (সুরা মায়িদা, আয়াত : ৮৯)

১১. সতর আবৃত রাখা। (সুরা আরাফ, আয়াত : ২৬; মুসলিম, হাদিস : ৩৩৮)

১২. কোরবানি দেওয়া। (সুরা কাউসার, আয়াত : ২; তিরমিজি, হাদিস : ১৫০৭)

১৩. মৃত ব্যক্তির জানাজা আদায় ও দাফন-কাফন করা। (বুখারি, হাদিস : ১২৪০)

১৪. ঋণ পরিশোধ করার দৃঢ় ইচ্ছা। (বুখারি, হাদিস : ২৩৮৯)

১৫. ধোঁকা না দেওয়া। (মুসলিম, হাদিস : ১০২)

১৬. সত্য সাক্ষ্য গোপন না করা। (সুরা ফুরকারন, আয়াত : ৭২; বুখারি, হাদিস : ২৬৫৪)

১৭. সামর্থ্য থাকলে বিয়ে করা। (বুখারি, হাদিস : ৫০৬৬)

১৮. হক আদায়। (মুসলিম, হাদিস : ২৫৮১)

১৯. মা-বাবার সঙ্গে সদ্বব্যবহার। (সুরা বনি ইসরাইল, আয়াত : ২৩)

২০. সন্তান-সন্তুতির সুলালন ও পালন করা। (সুরা তাহরিম, আয়াত : ৬)

২১. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। (সুরা মুহাম্মাদ, আয়াত : ২২; বুখারি, হাদিস : ২০৬৭)

২২. মনিবের আনুগত্য করা। (মুসলিম, হাদিস : ১৩৩)

২৩. ন্যায়বিচার। (সুরা নিসা, আয়াত : ৫৮; সুরা হুজুরাত, আয়াত : ৯)

২৪. মুসলিম জামাতে শামিল থাকা এবং উম্মতের মাঝে ফাটল সৃষ্টি না করা। (সুরা আলে ইমরান, আয়াত : ১০৩; মুসলিম, হাদিস : ১৮৪৮)

২৫. মুসলিম খলিফা বা নেতার আদেশ-নিষেধ মেনে চলা। (সুরা নিসা, আয়াত : ৫৯)

২৬. ঝগড়া-বিবাদের মীমাংসা করা। (সুরা হুজুরাত, আয়াত : ৯; তিরমিজি, হাদিস : ২৫০৯)

২৭. ভালো কাজে সহায়তা করা। (সুরা মায়েদা, আয়াত : ২; বুখারি, হাদিস : ২৪৪৪)

২৮. সৎকাজে আদেশ করা ও অসৎ কাজে বাধা প্রদান। (সুরা আলে ইমরান, আয়াত : ১০৮-১১০)

২৯. শরিয়ত প্রবর্তিত শাস্তির বিধান বাস্তবায়ন করা। (সুরা মায়েদা, আয়াত : ৩৩-৩৪; সুরা নুর, আয়াত : ২)

৩০. প্রয়োজন অনুযায়ী জিহাদ করা। (সুরা হজ, আয়াত : ৭৮)

৩১. আমানত রক্ষা এবং তা সঠিকভাবে আদায় করা। (সুরা নিসা, আয়াত : ৫৮)

৩২. অভাবী ও ঋণগ্রস্তদের ঋণ দেওয়া। (বাইহাকি, শুআবুল ঈমান, হাদিস : ৩২৮৫)

৩৩. প্রতিবেশীর হক আদায়। (সুরা নিসা, আয়াত : ৩৬; তিরমিজি, হাদিস : ১৯৪৩)

৩৪. হালালভাবে উপার্জন এবং ভক্ষণ করা। (সুরা বাকারা, আয়াত : ১৭২; সুরা মুমিনুন, আয়াত : ৫১; বাইহাকি, শুআবুল ঈমান, হাদিস : ৯২০৩)

৩৫. শরিয়তের বিধান মেনে আয়-ব্যয় সমন্বয় করা। (সুরা ফুরকান, আয়াত : ৬৭)

৩৬. সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া। (সুরা নিসা, আয়াত : ৮৬)

৩৭. হাঁচিদাতা ‘আলহামদুলিল্লাহ’ বললে উত্তরে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা। (বুখারি, হাদিস : ১২৪০; মুসলিম, হাদিস : ২৯৯২)

৩৮. কাউকে কষ্ট না দেওয়া এবং কারও কোনও ক্ষতি না করা। (সুরা আহজাব, আয়াত : ৫৮; সুরা হুজুরাত, আয়াত : ১১)

৩৯. অবৈধ খেলাধুলা ও রং-তামাশা থেকে বেঁচে থাকা। (সুরা জুমআ, আয়াত : ১১)

৪০. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। (ইবনে মাজাহ, হাদিস : ৫৭)

Shera Lather
Link copied!