বার্সেলোনার উদীয়মান ফরোয়ার্ড লামিন ইয়ামাল এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন নিজের খেলাকে আরও পরিণত করার দিকে।
লিওনেল মেসির সঙ্গে তুলনা নিয়ে কথা উঠলেও সেগুলোকে খুব একটা গুরুত্ব দেন না এই স্প্যানিশ তরুণ।
তিনি মনে করেন, নিজের পারফরম্যান্স উন্নয়নের দিকেই যত্নশীল হওয়া সবচেয়ে জরুরি।
মেসির মতোই ইয়ামালের ফুটবল যাত্রা শুরু হয় বার্সেলোনার বিখ্যাত একাডেমি ‘লা মাসিয়া’ থেকে। মাত্র ১৫ বছর বয়সেই বার্সার মূল দলে জায়গা করে নেওয়া এই প্রতিভাবান খেলোয়াড় এখন ১৭ বছর বয়সে কাতালান শিবিরের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন।
২০২৩ সালে যখন প্রথমবার বার্সেলোনার হয়ে মাঠে নামেন ইয়ামাল, তখন ক্লাবটির সাবেক কোচ জাভি তাকে দেখে ‘মেসির সঙ্গে মিল খুঁজে পান’ বলে মন্তব্য করেছিলেন।
সেই থেকে অনেকেই তাকে পরবর্তী মেসি হিসেবে আখ্যায়িত করছেন।
তবে ইয়ামাল নিজে এ তুলনায় খুব একটা আগ্রহ দেখান না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কারো সঙ্গে নিজের তুলনা করি না, মেসির সঙ্গেও না। আমার মতে, লিও সর্বকালের সেরা। আমি শুধু নিজের উন্নতির পেছনে মনোযোগ দিচ্ছি।’
মেসির পর্যায়ে পৌঁছানো কঠিন বলেও উল্লেখ করেছিলেন আগেই। তবে তিনি বিষয়টিকে নেতিবাচকভাবে দেখেন না, বরং প্রশংসার চোখে উপভোগ করেন।
তার মতে, ‘নিজেকে আরও ভালো করার জন্য অন্যদের সঙ্গে তুলনার দরকার নেই।’
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি ইয়ামালের জন্য বিশেষ।
কারণ এটি হবে বার্সেলোনার জার্সিতে তার শততম ম্যাচ।
আপনার মতামত লিখুন :