শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:৫৩ পিএম

সাদা পোশাকে সাকিবের রেকর্ড ভেঙে শীর্ষে তাইজুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:৫৩ পিএম

তাইজুল ইসলাম। ছবি- সংগৃহীত

তাইজুল ইসলাম। ছবি- সংগৃহীত

সাদা পোশাকে টাইগার স্পিনার তাইজুল ইসলাম এখন দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে সাকিব আল হাসানকে ছাড়িয়ে এই রেকর্ডটি একান্ত নিজের করে নেন তিনি।

সাকিবকে ধরতে এদিন একটি মাত্র উইকেটের অপেক্ষা ছিল তাইজুলের। সেই অপেক্ষার অবসান ঘটাতে তাকে সময় নিতে হলো মাত্র ৩ ওভার। ইনিংসের শুরু থেকেই আক্রমণে ছিলেন এই বাঁহাতি স্পিনার।

ষষ্ঠ ওভারে তার শিকার হন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। তাইজুলের গতির হেরফেরে বিভ্রান্ত হন বালবার্নি, বেশি গতির আর্মারটির কোনো জবাব দিতে পারেননি। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন আইরিশ অধিনায়ক। তাতে লাভ হয়নি আউট হয়ে সাজঘরে ফেরলেন বালবার্নি।

এই উইকেটের সঙ্গেই তাইজুল ইসলাম ছুঁয়ে ফেলেন সাকিব আল হাসানের রেকর্ড, যিনি এতদিন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে ছিলেন। তবে তাইজুল এখানেই থামেননি।

পরের ওভারেই তাইজুল তুলে নেন তার দ্বিতীয় উইকেট। তার বল সামনে ঝুঁকে ডিফেন্ড করতে গিয়ে পল স্টার্লিং তার ব্যাটের কানায় বল লাগান, যা ফরোয়ার্ড শর্ট লেগে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে জমা পড়ে। তুলনামূলক সহজ ক্যাচটি নিতে ভুল করেননি জয়।

এদিনের ম্যাচে ৩ উইকেট শিকার করে তাইজুল তার ক্যারিয়ারের মোট উইকেট সংখ্যাকে নিয়ে গেছেন ২৪৯-এ। এর ফলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁতে তার এখন দরকার আর মাত্র ১টি উইকেট!

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তিনি মোট ২৪৬ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে স্পর্শ করেন।

বাংলাদেশের টেস্ট উইকেটে সেরা পাঁচ

১. তাইজুল ইসলাম: ২৪৯ উইকেট

২. সাকিব আল হাসান: ২৪৬ উইকেট

৩. মেহেদী হাসান মিরাজ: ২০৫ উইকেট (৫৪ টেস্ট)

৪. মোহাম্মদ রফিক: ১০০ উইকেট

৫. মাশরাফি বিন মর্তুজা: ৭৮ উইকেট

রূপালী বাংলাদেশ

Link copied!