বিয়ে করেছেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মাইমুনা মম।
শুক্রবার (২১ নভেম্বর) পারিবারিক আয়োজনে প্রেমিক প্রযোজক-পরিচালক রাফায়েল আহসান নওমীকে বিয়ে করেছেন তিনি। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
মাইমুনা মম বলেন, ‘গত বছরের এপ্রিলে আমাদের পরিচয় হয়। দেখা হওয়ার পর নওমী আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। এরপর নিয়মিত আমাদের কথা হতে থাকে। একপর্যায়ে প্রেমের কথা দুই পরিবারকে জানালে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বিজ্ঞাপন, একক ও ধারাবাহিক নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করছেন মাইমুনা মম। তার শুরুটা ২০১৫ সালে আরজে হিসেবে। এরপর কাজ করেন বিজ্ঞাপন ও নাটকে। ‘আয়েশা’ নামের টেলিফিল্মে কাজ করে আলোচনায় আসেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। তারপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন মম।
অন্যদিকে, প্রযোজনা ও নির্মাণে জড়িত রাফায়েল আহসান নওমী। তিনি ‘নয়ছয়’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। ২০১৪ সালে সেটি মুক্তি পায়। গত দেড় বছর ধরে প্রযোজনা থেকে দূরে রয়েছেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন