কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহেলগাওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। কয়েক বছরের মধ্যে এটি অঞ্চলটিতে সবচেয়ে মর্মান্তিক বেসামরিক হত্যাকাণ্ড। এই হৃদয়বিদারক ঘটনার প্রভাব পড়েছে আইপিএলেও।
আজকের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে। এছাড়া খেলা শুরুর আগে এক মিনিটের নীরবতাও পালন করা হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এই ম্যাচে উল্লাসমূলক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। থাকবে না কোনো চিয়ারলিডার পারফরম্যান্স কিংবা ইনিংস বিরতিতে আলো বা বাজির প্রদর্শনী। ম্যাচটি উৎসর্গ করা হয়েছে পাহেলগাওয়ে নিহতদের স্মৃতির প্রতি।
মঙ্গলবার (২২ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের পাহেলগাওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালানো হয়, যাতে প্রাণ হারান ২৬ জন এবং আহত হন আরও অনেকে। এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল।
বিসিসিআই থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর আইপিএলে আজকের ম্যাচে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে:
১. কালো আর্মব্যান্ড ও নীরবতা: দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা কালো আর্মব্যান্ড পরে খেলবেন এবং ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
২. বাতিল উৎসব আয়োজন: সাধারণত প্রতিটি আইপিএল ম্যাচে ইনিংস বিরতি বা ম্যাচ শেষের পর থাকে আলোর শো ও বাজি প্রদর্শনী। আজকের ম্যাচে সেসব থাকছে না।
৩. চিয়ারলিডার পারফরম্যান্স বন্ধ: চার-ছক্কা বা উইকেট পতনের সময় চিয়ারলিডারদের উল্লাসও আজকের ম্যাচে দেখা যাবে না। এই সিদ্ধান্তও এসেছে শোক প্রকাশের অংশ হিসেবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন