জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। প্রথম ম্যাচে সিলেটে হেরে গেলেও, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা।
পুরো সিরিজ জুড়ে বল হাতে নজর কেড়েছেন মেহেদী হাসান মিরাজ, যার পুরস্কারও মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে।
বুধবার (৩০ এপ্রিল) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদে দেখা যায়—জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে মোট ১৫টি উইকেট নেওয়ার ফলে চার ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ২৬তম স্থানে উঠে এসেছেন মিরাজ।
সিরিজের প্রথম টেস্টে হারের মাঝেও ইতিহাস গড়েছেন তিনি। এটি ছিল মিরাজের ক্যারিয়ারের তৃতীয়বারের মতো এক টেস্টে ১০ বা তার বেশি উইকেট শিকার।
দ্বিতীয় টেস্টে ব্যাট হাতেও রেখেছেন অবদান। সেঞ্চুরি করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচটি উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে সিরিজ সেরা নির্বাচিত হন ২৭ বছর বয়সী এই স্পিনার।
অন্যদিকে, তরুণ পেসার নাহিদ রানা সিরিজে তিনটি উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে। যেখানে তার সঙ্গে আছেন জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা। খালেদ আহমেদ দুই ধাপ উন্নতি করে উঠেছেন ৮৫ নম্বরে। তালিকার শীর্ষে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও কিছু পরিবর্তন এসেছে। মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে এখন ৪৮তম স্থানে উঠে এসেছেন। বড় অগ্রগতি দেখা গেছে জাকের আলীর র্যাঙ্কিংয়েও। ১০ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৫০ নম্বরে।
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে, যেখানে তার সঙ্গে আছেন আয়ারল্যান্ডের লর্কান টাকার।
আপনার মতামত লিখুন :