শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ০৫:৪৭ পিএম

মার্তিনেজের চোটে কপালে চিন্তার ভাঁজ ইন্টার শিবিরে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ০৫:৪৭ পিএম

মার্তিনেজের চোটে কপালে চিন্তার ভাঁজ ইন্টার শিবিরে

বার্সার বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়েন লাউতারো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে ড্র নিয়ে ফেরার স্বস্তি পুরোপুরি উপভোগ করতে পারছে না ইন্টার মিলান।

দলের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের চোটের আশঙ্কা তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আগামী মঙ্গলবার নিজেদের মাঠ সান সিরোতে বার্সেলোনার বিরুদ্ধে ফিরতি লেগে মুখোমুখি হবে ইন্টার। এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ফাইনালের আগে আরেকটি ‘ফাইনাল’ হিসেবে দেখছেন ইন্টারমিলান কোচ সিমোনে ইনজাগি।

তবে দলের এই প্রধান স্ট্রাইকারকে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন তিনি।

এদিকে, বুধবার রাতে বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের রোমাঞ্চকর লড়াই ৩-৩ গোলে ড্র হয়। মার্কাস থুরাম ইন্টারের হয়ে প্রথম গোলটি করেন, এরপর দলের অন্য দুটি গোল আসে ডেনজেল ডামফ্রিসের পা থেকে।

বার্সেলোনার জার্সিতে নিজের শততম ম্যাচে লামিন ইয়ামালের দৃষ্টিনন্দন গোলের পর ফেরান তরেস প্রথমবার স্প্যানিশ দলটিকে সমতায় ফেরান।

ম্যাচের শেষ গোলটি ছিল ইন্টার গোলরক্ষক ইয়ান সমেরের আত্মঘাতী। যেখানে রাফিনিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ম্যাচের প্রথমার্ধেই মার্তিনেজের পায়ে টান লাগে এবং তার চোখেমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট দেখা যায়। যদিও তিনি খেলা চালিয়ে যান এবং প্রথমার্ধ শেষ করেন, তবে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি।

ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন ২৭ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কাতালান ক্লাবটির বিপক্ষে ফিরতি লেগে তার খেলার সম্ভাবনা নিয়ে মুভিস্টার প্লাসকে ইনজাগি বলেন, ‘লাউতারো পায়ে অস্বস্তি অনুভব করছিল।আগামীকাল কিছু পরীক্ষার পর আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারব।’

‘তবে দ্বিতীয় লেগে তার খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে হচ্ছে, যে ম্যাচটি আমাদের জন্য ফাইনালের আগে ফাইনাল।’

অন্যদিকে, অ্যাঙ্কেলের চোটে সেমি-ফাইনালের প্রথম লেগে বাঁজামাঁ পাভার্দকে পায়নি ইন্টার। তবে ২৯ বছর বয়সী এই ফরাসি সেন্টার-ব্যাককে ফিরতি লেগে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইনজাগি।

তিনি আরও বলেন, ‘আগামী মঙ্গলবার পাভার্দকে পাওয়ার আশা করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, লাউতারোর ক্ষেত্রেও তেমন আশা করা যাচ্ছে না। ম্যাচটি আমাদের জন্য ফাইনাল এবং এই অসাধারণ সাফল্য অর্জনে আমরা আমাদের ৭৫ হাজার সমর্থকের ওপর ভরসা রাখছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!