ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার ছায়া এবার সরাসরি পড়তে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ওপর।
ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কারের মতে, বর্তমানে দুই দেশের সম্পর্কের অবনতির ফলে এশিয়া কাপসহ ভবিষ্যতের যৌথ টুর্নামেন্টগুলো নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা যেতে পারে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘বিসিসিআই সব সময় ভারত সরকারের কথা মতো অবস্থান নেয়। আমার মনে হয় না এশিয়া কাপের ক্ষেত্রে আলাদা কিছু হবে।’
তিনি বলেন, ‘ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আগামী এশিয়া কাপ আয়োজন করবে। তাই সবটাই নির্ভর করবে পরিস্থিতি কেমন থাকবে তার ওপর। এখনকার পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, তাহলে আমি অন্তত এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না।’
এখানেই থেমে না থেকে গাভাস্কার সম্ভাবনা তুলে ধরেন, ‘ভবিষ্যতে এসিসি ভেঙে যেতে পারে।’
তার ভাষায়, ‘যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে হয়তো এসিসি আর টিকে থাকবে না। তখন হয়তো কয়েকটি দেশ নিয়ে নতুনভাবে টুর্নামেন্ট আয়োজন হবে। হংকং বা সংযুক্ত আরব আমিরাতকে হয়তো আমন্ত্রণ জানানো হতে পারে।’
তিনি আরও বলেন, ‘এমনও হতে পারে ভারত নিজেই এসিসি থেকে সরে আসে। তখন হয়তো বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে অন্য কোনো দেশকে যুক্ত করে ছোট পরিসরে প্রতিযোগিতা হবে। যদি আয়োজক অন্য কোনো দেশ হতো, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতে পারত। কিন্তু এ বার আয়োজক ভারত, তাই এখানকার অবস্থানই মুখ্য।’
সুনীল গাভাস্কারের মতে, বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন কোনো সিরিজ বা টুর্নামেন্টে দ্বিপাক্ষিক লড়াই হওয়ার সম্ভাবনা নেই। আর এই পরিস্থিতি যে সরাসরি এশিয়ার ক্রিকেটকে প্রভাবিত করবে, তা বলাই বাহুল্য।
আপনার মতামত লিখুন :