নিষিদ্ধ মাদক গ্রহণে করে সব ধরনের ক্রিকেটে তিন সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কাগিসো রাবাদা। তিন মাসের সেই নিষেধাজ্ঞা কমিয়ে নিয়ে আসা হয় এক মাসে। নিষেধাজ্ঞার সময় পার হয়ে যাওয়ায় আবারও সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন এই পেসার।
চলমান আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নামার কথা ছিল রাবাদার। তবে কোন কিছু না জানিয়ে আচমকাই দলের ক্যাম্প ছেড়ে দেশে ফিরে যান এই প্রোটিয়া। এর প্রায় এক মাস পর ক্যাম্প ছাড়ার বিষয়ে কথা বলেন রাবাদা।
রাবাদা জানিয়েছিলেন, আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। এর পেছনে মূল কারণ– একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি।'
জানা যায়, এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছিলেন রাবাদা। তবে সেটি কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং বা খেলার ক্ষমতা বাড়ানোর ঔষধ ছিল না। আর ঠিক এই কারণেই তার নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেই গুজরাটের জার্সিতে দেখা যেতে পারে রাবাদাকে।
আপনার মতামত লিখুন :