অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পুরষ্কার পেলেন আমির জাঙ্গু। গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের পাশে নাম লিখিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সেই পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডেও জায়গা ধরে রেখেছেন তিনি।
আগামী ২১ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের এই সফর। এরপর ২৯ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে আরও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা।
এই ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন শেই হোপ। দলে ফিরেছেন চোটের কারণে ছিটকে পড়া পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ এবং ১৮ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়েল অ্যান্ড্রু।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
আপনার মতামত লিখুন :