পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরসহ একাধিক জায়গায় মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। নয়টি স্থানে হামলায় এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এ ঘটনার পর ভারতের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা সেনাবাহিনীর প্রশংসা করে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ভারত তাদের এ অভিযানের নাম দেন ‘অপারেশন সিন্দুর’। এই অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর ভারতের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভারতের ঢাল হচ্ছে তার মানুষ। সন্ত্রাসের কোনো স্থান নেই এই পৃথিবীতে। আমরা এক দল!’
শচীনের সতীর্থ ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর এক টুইটে ‘অপারেশন সিন্দুরের প্রতীকী’ ছবি প্রকাশ করে লেখেন, ‘জয় হিন্দ।’
আরেক সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান ইনস্টাগ্রামে বলেন, ‘যা বলা হয়েছিল, তা করে দেখানো হয়েছে। ন্যায় প্রতিষ্ঠিত। ভারত মাতা কি জয়!’
এ ছাড়া প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা এবং আইপিএলে কেকেআরের বরুণ চক্রবর্তীও সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন।
তবে তাদের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, ক্রিকেটারদের এমন রণ-হুঙ্কারমূলক মন্তব্য মাঠে বৈরিতা ও অস্বস্তি বয়ে আনবে।
আপনার মতামত লিখুন :