ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৮তম ম্যাচের মাঝপথে স্থগিত হওয়ার পর এবার নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত একটি ইমেইল পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এই মাঠটি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির হোম গ্রাউন্ড হিসেবেও পরিচিত। আগামীকাল এই স্টেডিয়ামেই দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানসের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে তার আগেই ‘আমরা তোমার স্টেডিয়াম উড়িয়ে দেব’ শীর্ষক একটি হুমকি ইমেইল দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) পাঠানো হয়েছে।
ডিডিসিএর একজন শীর্ষ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আজ সকালে আমরা একটি হুমকি ইমেইল পেয়েছি।
বিষয়টি তাৎক্ষণিকভাবে দিল্লি পুলিশকে জানানো হয়েছে এবং তারা ইতোমধ্যে স্টেডিয়াম পরিদর্শন করেছে।’
ইমেইলটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ভারতের বিভিন্ন স্থানে পাকিস্তানপন্থী স্লিপার সেল সক্রিয় রয়েছে এবং ‘অপারেশন সিঁদুর’ নামক একটি ভারতীয় অভিযানের প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালাবে।
এর আগে, গতকাল জরুরী বৈঠকের পর দুপুরে বিসিসিআই এবারের আইপিএলের বাকি অংশ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
গত বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে এয়ার রেইড অ্যালার্ম বাজলে খেলা সাময়িকভাবে বন্ধও ছিল।