ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মোস্তাফিজের আইপিএল খেলার বিষয়ে জানে না বিসিবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৭:০৩ পিএম
বাংলাদেশি বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। ছবি-সংগৃহীত

আইপিএলের বাকি ম্যাচ খেলার জন্য দিল্লি ক্যাপিটালসে ডাক পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে এ ব্যাপারে কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের দিল্লিতে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করে আইপিএল কর্তৃপক্ষ।

তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এ বিষয়ে অবগত নন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন মোস্তাফিজ। ৫০ লাখ রুপি থেকে মোস্তাফিজের ভিত্তিমূল্য উঠেছিল সর্বোচ্চ ২ কোটি রুপি পর্যন্ত।

২০২২ সালের নিলামে ২ কোটি রুপিতে দিল্লি কিনেছিল মোস্তাফিজকে। ২০২৪ সালের নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যেই চেন্নাই সুপার কিংস কিনে নিয়েছিল বাঁ-হাতি এই পেসারকে।

২০২৫ সালের আইপিএল নিলামে নাম থাকলেও কেউ মোস্তাফিজসহ বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই কেনেনি। ফলে এবার আইপিএল ছিল পুরোপুরি বাংলাদেশি তারকাশূন্য।

পাক-ভারত যুদ্ধের কারণে বন্ধ হতে বসেছিল আইপিএল। আতঙ্কে বিদেশি ক্রিকেটাররাও ছেড়ে যান ভারত। এখন শঙ্কা কমে যাওয়ায় আবারও বসছে ক্রিকেটের বাকি থাকা আসর।

শনিবার (১৭ মে) থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। তবে দেখা যাবে না অনেক বিদেশি ক্রিকেটারকে।

এ কারণে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে মোস্তাফিজুর রহমানকে। আর এ জন্য দলটিকে গুনতে হয়েছে ৬ কোটি রুপি।