মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৫, ১২:২৫ পিএম

জমে উঠেছে আইপিএল, প্লে-অফের লড়াইয়ে মুম্বাই-দিল্লি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৫, ১২:২৫ পিএম

জমে উঠেছে আইপিএল, প্লে-অফের লড়াইয়ে মুম্বাই-দিল্লি

পরের ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ও দিল্লি। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয়বারের মতো লিগ পর্ব থেকে ছিটকে গেল লখনৌ সুপার জায়ান্টস। এ মৌসুমে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে কিনে চমক দেখালেও, শেষ রক্ষা হলো না দলটির।

টিমে মিচেল মার্শ, এইডেন মার্কব়াম, নিকোলাস পুরানের মতো বিধ্বংসী ব্যাটার। তবুও প্লে-অফে উঠতে ব্যর্থ দল। 

গতকাল (সোমবার) ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লখনৌয়ের জয় ছিল অত্যাবশ্যক। কিন্তু সানরাইজার্স ৬ উইকেটের বড় জয় তুলে নিয়ে লখনৌয়ের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে লখনৌ ওপেনিং জুটিতে মার্শ-মার্করামের ১১৫ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান তোলে।

তবে, মিডল অর্ডারে ঋষভ পান্ত (৭ রান) আবারও ব্যর্থ হন। জবাবে, হায়দরাবাদের অভিষেক শর্মার ২০ বলে ৫৯ ও হেনরিখ ক্লাসেনের ২৮ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে ১০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয়।

প্লে-অফের সমীকরণ: মুম্বাই বনাম দিল্লি

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং সবশেষ লখনৌ সুপার জায়ান্টসের প্লে-অফ দৌড় শেষ হয়েছে। গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস এরইমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। বাকি একটি স্থানের জন্য এখন জোর লড়াই চলছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে।

লখনৌয়ের আর দুটি ম্যাচ বাকি থাকলেও, তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছাতে পারবে, যা প্লে-অফে ওঠার জন্য যথেষ্ট নয়। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সেরও ১৪ পয়েন্ট রয়েছে এবং নেট রান রেটে তারা অনেকটাই এগিয়ে।

মুম্বাই ও দিল্লি পরের ম্যাচে মুখোমুখি হবে। যদি মুম্বাই জেতে, তাহলে ১৬ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফ নিশ্চিত করবে এবং দিল্লির বিদায় ঘটবে। তবে, যদি দিল্লি মুম্বাইকে হারায়, তাহলে তাদের পয়েন্ট হবে ১৩। 

সে ক্ষেত্রে প্লে-অফের সমীকরণ আরও জটিল হবে। দিল্লিকে মুম্বাইকে হারানোর পাশাপাশি পাঞ্জাবকেও হারাতে হবে এবং মুম্বাইয়ের অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!