ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

দিল্লিতে আজ মুখোমুখি ‘ধোনি বনাম সূর্যবংশী’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৬:২৪ পিএম
বৈভব সূর্যবংশী এবং মহেন্দ্র সিং ধোনি। ছবি- সংগৃহীত

বৈভব সূর্যবংশী এবং মহেন্দ্র সিং ধোনি আইপিএলের মঞ্চে আজ প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন, ক্রিকেটের দুই প্রজন্মের এই দুই প্রতিনিধি। একজন আইপিএলের ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড়, অন্যজন এই মৌসুমের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। 

আজ রাত ৮টায় দিল্লিতে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচটি প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়া দুই দলের মধ্যে হলেও, আলোচনার কেন্দ্রে এই দুই ক্রিকেটার।

ধোনির বয়স ৪৩, সূর্যবংশীর মাত্র ১৪। বয়সের এত ব্যবধান সত্ত্বেও দুজনই আজ মাঠে নামছেন নিজ নিজ দলের হয়ে। সাবেক ভারতীয় ওপেনার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া এই দুই প্রজন্মের লড়াই নিয়ে আলোচনায় আনেন মজার ছলে।

‘মেয়েকে বললাম, বৈভব সূর্যবংশীকে দেখ। ওর বয়স ১৪, তোর ১২।’ ‘ধোনিকে দেখেন, তিনি কিন্তু এখনো খেলছেন, বাবা।’‘বাদ দে’—মেয়ের সঙ্গে আলোচনা সেখানেই থামিয়ে দিতে বাধ্য হলেন বাবা।

সূর্যবংশী, যিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়, এর মধ্যেই নজর কেড়েছেন ব্যাট হাতে। ৬ ইনিংসে ১৯৫ রান, স্ট্রাইক রেট ২১৯.১০ এবং এক দুর্দান্ত সেঞ্চুরিতে তাক লাগিয়েছেন সবাইকে।

অন্যদিকে, ধোনির পারফরম্যান্স কিছুটা সাদামাটা—১২ ইনিংসে ১৮০ রান, স্ট্রাইক রেট ১৪০.৬২, ১১টি ছক্কা, এবং উইকেটের পেছনে ৫টি করে ক্যাচ ও স্টাম্পিং।

আজকের ম্যাচটি এবারের আইপিএলে রাজস্থানের শেষ ম্যাচ। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে নবম স্থানে। অন্যদিকে, ১২ ম্যাচে সমান ৬ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় চেন্নাই আছে দশম স্থানে। 

আজকের ম্যাচে চেন্নাই জিতলে রাজস্থানকে তলানিতে ঠেলে দেবে। দুই দলেরই প্লে-অফের আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে আগ্রহ কম থাকার কথা থাকলেও, ধোনি ও সূর্যবংশীর মুখোমুখি হওয়া এই ম্যাচটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।