ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। সিরিজের একমাত্র টেস্টে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন।
আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের নাটিংহাম স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ইংলিশরা।
ইংল্যান্ডের হয়ে এদিন ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন ডাকেট ও ক্রাউলি। এদিকে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন দুই ইংলিশ ওপেনার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৮৫ রান।
৪৩ বলে ৪৬ রান নিয়ে ব্যাট করছেন বেন ম্যাথিউ ডাকেট ও ৫৪ বলে ৩৭ রান নিয়ে খেলছেন জ্যাক ক্রাউলি।
আজকের খেলায় দুই দলের একাদশ
ইংল্যান্ড: ক্রলি, ডাকেট, পোপ, রুট, ব্রুক, স্টোকস (অধিনায়ক), স্মিথ (উইকেটরক্ষক), অ্যাটকিনসন, টাং, কুক, বাশির।
জিম্বাবুয়ে: কারান, বেনেট, আরভিন (অধিনায়ক), উইলিয়ামস, রাজা, মাধেভেরে, তসিগা (উইকেটরক্ষক), এনগারভা, মুজারাবানি, চিভাংগা, নায়ুচি।
আপনার মতামত লিখুন :