পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশ! দলটিতে একই সঙ্গে খেলছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় ঘরের মাঠে তাদের বাঁচা-মরার লড়াই। এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর।
এই ম্যাচে হারলে পিএসএল থেকে বিদায়, আর জিতলে ফাইনালের টিকিট পেতে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজের’ সঙ্গে কথা বলেছেন সাকিব আল হাসান। করাচির বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি আগেও পিএসএলে খেলেছি, এখানে খেলার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। যখনই পিএসএল খেলতে এসেছি, অভিজ্ঞতা ইতিবাচকই ছিল।’
সাকিব আরও যোগ করেন, ‘গত ১০ বছরে এই টুর্নামেন্ট অনেক উন্নত হয়েছে। প্লে-অফে উত্তীর্ণ হওয়ার জন্য জয় অনেক গুরুত্বপূর্ণ। করাচির বিপক্ষে তাই ম্যাচটির অনেক তাৎপর্য রয়েছে, আমাদের জিততেই হবে এবং ভিন্ন কোনো লক্ষ্য নেই।’
‘করাচি ভালো দল, তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে।’
লাহোরের ড্রেসিংরুমে নিজের স্বদেশি সতীর্থদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে একসময়ের প্রতিদ্বন্দ্বীদেরও পেয়েছেন সাকিব। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘লাহোর কালান্দার্স অসাধারণ একটি দল।’
‘এর আগে আমি শাহিন আফ্রিদি ও হারিস রউফদের বিপক্ষে খেলেছি, আর এখন ড্রেসিংরুম ভাগাভাগি করছি তাদের সঙ্গে। পরস্পরকে জানার জন্য এটি বেশ ভালো সুযোগ।’
সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও, মিরাজ ও রিশাদরা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাকে সঙ্গী হিসেবে পাচ্ছেন।
আপনার মতামত লিখুন :