ঢাকা শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৮:৩৬ পিএম
ছবি : সংগৃহীত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

ফলে টস হেরে বোলিংয়ে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ একাদশে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে সাজানো হয়েছে। পেসার হিসেবে আছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ। 

স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের একাদশে জায়গা হয়নি।

অন্যদিকে, পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন খুশদিল শাহ এবং ফাহিম আশরাফ। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো পারফর্ম করা শাহীবজাদা ফারহানের একাদশে জায়গা হয়নি, যদিও হাসান নওয়াজ দলে আছেন।

এক নজরে দুই দলের একাদশ

পাকিস্তান: ফখর জামান, সাইম আয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), খুশদিল শাহ, শাদাব খান, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী, আবরার আহমেদ।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।