ভারতীয় ক্রিকেটে ঘটে গেল আরও একটি মর্মান্তিক ঘটনা। ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যু হলো পাঞ্জাবের এক তরুণ ক্রিকেটারের। ছক্কা মারার পরেই মৃত্যু হয় হরজিত সিং নামের ওই ব্যাটারের। পঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ছক্কা মেরে পরের বল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হরজিত। ফিরোজপুরের ডিএভি স্কুলের মাঠে সেই ম্যাচে ব্যাট করার সময় ছক্কা মারেন হরজিত। এরপর হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে আসেন। পরের বল খেলার জন্য তৈরি হচ্ছিলেন।
কিন্তু এমন সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাটিতে পড়ে যান। মাঠে থাকা বাকি ক্রিকেটারেরা সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যান। তাকে সিপিআর দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
ভারতীয় ক্রিকেটে এমন করুণ মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালের ডিসেম্বরে খেলার মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন ভারতের ত্রিপুরার ক্রিকেটার মিঠুন দেবভার্মা। আগরতলা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলতেন তিনি।
২০২৪ সালে আবারও ঘটে মর্মান্তিক আরেকটি ঘটনা। ৪২ বছর বয়সি মুম্বাইয়ের ক্রিকেটার রাম গণেশ তেওয়ার ক্রিকেট খেলতে খেলতেই মারা যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।
শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন জায়গার ক্রিকেট মাঠেও ঘটেছে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা। বাংলাদেশের ঘরোয়া লিগে ভারতের ক্রিকেটার রমন লাম্বা, স্থানীয় লিগে অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ, ইংল্যান্ডের আম্পায়ার জন উইলিয়ামস আছেন এই দুর্ভাগাদের তালিকায়।
আপনার মতামত লিখুন :