শনিবার, ০৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:২৫ এএম

দ্বিতীয় ওয়ানডে আজ, ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:২৫ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে শুক্রবার অনুশীলনের সময় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দিচ্ছেন দিকনির্দেশনা।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে শুক্রবার অনুশীলনের সময় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দিচ্ছেন দিকনির্দেশনা।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে বাংলাদেশের। প্রথম ওয়ানডে ম্যাচে লক্ষ্য আয়ত্তের মধ্যে পেয়েও হতাশ করেছেন ব্যাটসম্যানরা।

ব্যাটিংয়ে নেমে ২৬ বলের মধ্যে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে যে ব্যাটিং ধসের গল্প রচনা করেছেন তারা, তা রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে। 

ব্যাটিংয়ে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য পেয়ে ১৬৭তে অলআউট হয়। ৭৭ রানে হার দিয়ে ওয়ানডে সিরিজে যাত্রা করেছে মেহেদী হাসান মিরাজরা। তবে প্রথম ম্যাচের হতাশা ভুলে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ।

আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা ও বাংলাদেশ আবার পরস্পরের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফেরার লক্ষ্য মিরাজদের। 

অন্যদিকে, এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ ব্যবধানে জয়ের লক্ষ্য থাকবে শ্রীলঙ্কা দলের। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।

সিনিয়র পাঁচ ক্রিকেটার (মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ) পরবর্তী বাংলাদেশের নতুন শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। বাংলাদেশ দলের এক ভয়াবহ ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। তবে বর্তমানে বাংলাদেশ যে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, এ সময়টা সহজেই ফুরাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। 

তিনি জানালেন, বাংলাদেশ যে মানের দল, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিরিজে ঘুরে দাঁড়াবে। তবে দ্বিতীয় ওয়ানডের আগে ঘুরে-ফিরে আসছে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পিন খেলার দুর্বলতার কথা। গত ম্যাচে লঙ্কান দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস যেভাবে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিলেন, তাতে ব্যাটসম্যানদের অসহায়ত্বের দিকটাই স্পষ্টভাবে ফুটে উঠেছে। 

অবিশ্বাস্য এই ব্যাটিং বিপর্যয়ের পর তুমুল সমালোচনার মুখে পড়েছেন ব্যাটসম্যানরা। তারা স্পিন খেলতে পারছেন না! দেশি-বিদেশি অনেক কোচের সম্মিলন বাংলাদেশ দলে। তবু কেন ব্যাটিংয়ের রোগ সারানো যাচ্ছে না? প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনীর পর এমন প্রশ্ন উঠছে। 

এই সমালোচনা বন্ধ করতে হলে ব্যাটসম্যানদের ধারাবাহিক হতে হবে। ব্যাটিংয়ে সেরা পারফরম্যান্স উপহার দিতে হবে তাদের। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগটা কাজে লাগাতে পারেন ব্যাটসম্যানরা। 

প্রথম ওয়ানডে ম্যাচ হারের পর তাসকিন বলেছিলেন, ‘সমর্থক যারা আছেন, তারা চান আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউ স্বস্তিতে ঘুমাতে পারবে না, খারাপ লাগবেই। আমরা চেষ্টা করেছি, সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। সমর্থকদের তাই সরি বলছি।’ 

তাসকিন আরও বলেন, ‘আপনারা জানেন আমরা কেমন দল। যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’ বাংলাদেশ দলের কী সামর্থ্য আছে, আজ প্রেমাদাসার মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই দেখা যাবে।

Shera Lather
Link copied!