রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১২:১৯ পিএম

এজবাস্টনে শুভমান গিলের রেকর্ড ভাঙা ব্যাটিং

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১২:১৯ পিএম

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। ছবি- সংগৃহীত

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। ছবি- সংগৃহীত

অধিনায়কত্বের চাপ সামলে অনেকেই যেখানে ব্যাট হাতে হিমশিম খান, সেখানে ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন।

ইংল্যান্ড সফরে তার ব্যাটের ঝলক এতটাই চোখ ধাঁধানো যে, বাকি সব চিন্তা ফিঁকে হয়ে যাচ্ছে। হেডিংলিতে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরির পর এজবাস্টন টেস্টে তিনি গড়েছেন একাধিক রেকর্ড।

গিলের ডাবল ও সেঞ্চুরির মহাকাব্য

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রানের এক মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ১৬২ বলে ১৬১ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন গিল

দুই ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ৪৩০ রান, যা এক টেস্টে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।

এই তালিকায় তার ওপরে কেবল ইংল্যান্ডের কিংবদন্তি গ্রাহাম গুচ, যিনি ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডসে ৪৫৬ রান করেছিলেন। গিল গুচের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ছিলেন, কিন্তু আরেকটি ছক্কা মারতে গিয়ে শোয়েব বশিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

অধিনায়ক হিসেবে গিল সুনীল গাভাস্কার ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়লেন। একই টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করা নবম ব্যাটসম্যান তিনি।

শুধু তাই নয়, দেশের বাইরে এক ম্যাচে সবচেয়ে বেশি (৪৩০ রান) রানের রেকর্ডটিও এখন গিলের দখলে। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মার্ক টেলরের (১৯৯৮ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে)।

গিলের ১৬১ রানের ইনিংসে ছিল ৮টি ছক্কা। টেস্টে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আছে শুধু যশস্বী জয়সোয়ালের, যিনি গত বছর রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষেই ১২টি ছক্কা মেরেছিলেন।

ভারতের পাহাড়সম লক্ষ্য ও ইংল্যান্ডের সংগ্রাম

গিলের ব্যাটিং তাণ্ডবের দিনে ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত, তাতে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য দাঁড়ায় ৬০৮ রানের বিশাল লক্ষ্য।

আধুনিক ক্রিকেটে ইংল্যান্ড রান তাড়া করাকে যতই ছেলেখেলা মনে করুক না কেন, সাড়ে তিন সেশনে এই রান তাড়া করাকে অসম্ভবই মনে হচ্ছে।

টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ৪১৮, যা ২০০৩ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ করেছিল। এজবাস্টনেই তিন বছর আগে ভারতের বিপক্ষে ৩৭৮ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড, যা তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

চতুর্থ দিন শেষে ইংল্যান্ড ৩ উইকেটে মাত্র ৭২ রান তুলেছে। সাজঘরে ফিরে গেছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও জো রুট। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৭ উইকেট, অন্যদিকে ইংল্যান্ডের করতে হবে ৫৩৬ রান।

সংক্ষিপ্ত স্কোর 

ভারত: ৫৮৭ ও ৮৩ ওভারে ৪২৭/৬ ডি. (গিল ১৬১, জাদেজা ৬৯*, পন্ত ৬৫, রাহুল ৫৫, জয়সোয়াল ২৮, নায়ার ২৬; টাং ২/৯৩, কার্স ১/৫৬, বশির ১/১০৫)।

ইংল্যান্ড: ৪০৭ ও ১৬ ওভারে ৭২/৩ (ডাকেট ২৫, পোপ ২৪*; দীপ ২/৩৬)।

এজবাস্টনে গিলের যত কীর্তি

৪৩০: এক টেস্টে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান।

দেশের বাইরে এক ম্যাচে সর্বোচ্চ রানের ভারতীয় রেকর্ড।

ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই ১৫০-এর বেশি রান। প্রথম জন অ্যালান বোর্ডার।

নবম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি।

এজবাস্টন টেস্টে ভারতের মোট রান। টেস্ট ইতিহাসে এই প্রথম ভারত এক ম্যাচে ১০০০ রান পেরোল।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!