পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে (অলিখিত ফাইনাল) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩ টায় খেলাটি মাঠে গড়াবে।
প্রথম দুই ওয়ানডেতে দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। যারা জিতবে, সিরিজ ট্রফি উঠবে তাদের হাতেই। দ্বিতীয় ওয়ানডেতে ৭ ম্যাচ পর জয়ের স্বাদ পাওয়ায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
দ্বিতীয় ওয়ানডেতে জয় পাওয়ার পরও আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরবেন তাসকিন আহমেদ।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
অন্যদিকে, শ্রীলঙ্কার একাদশেও একটি পরিবর্তন দেখা যেতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতার পর স্বাগতিকরা ঘুরে দাঁড়াতে পারেনি। লোয়ার অর্ডারে জেনিথ লিয়ানেগে ছাড়া আর কেউ দায়িত্ব নিতে পারেননি।
সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কা দলে ফেরাতে পারে মিলান রত্নানায়েকেকে। ব্যাটিং-সহায়ক উইকেটের কথা মাথায় রেখেও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), মিলান রত্নানায়েকে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।
বৃষ্টির চোখরাঙানি ও টসের গুরুত্ব
সিরিজ নির্ধারণী এই ম্যাচে দুই দলই মাঠে ভালো খেলার পাশাপাশি বৃষ্টির দিকেও লক্ষ রাখবে। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃষ্টির প্রবল বাধা থাকতে পারে। ফলে, খেলা কম ওভারে নেমে আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
এমন সম্ভাবনার কারণে এই ম্যাচে টস বড় ভূমিকা রাখবে। টস জিতে আগে বোলিং নিয়ে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে দুদল।