বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এবার নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির খেলার শহরের দলে সাকিবকে দেখা যাবে অধিনায়ক হিসেবে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ক্লাবটি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষণা দিয়েছে।
মিয়ামি ব্লেজ সাকিবকে অধিনায়ক হিসেবে বরণ করে নিয়েছে উষ্ণ বার্তায়। তাদের পোস্টে বলা হয়েছে, ‘অধিনায়ক সাকিব আল হাসান এমন একটি নাম যা বিশ্বাসের স্ফুলিঙ্গ এবং নেতৃত্বের সাথে জ্বলজ্বল করে।
নেতৃত্বের জন্য তৈরি, জয়ের জন্য প্রস্তুত। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অধিনায়ক সাকিব আল হাসানকে। আগুনে পারফরম্যান্সে তিনি মিয়ামি ব্লেজের পথ প্রশস্ত করতে প্রস্তুত।’
গায়ানার রাজধানী জর্জটাউনে আজ থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘ম্যাক্স ৬০ ক্যারিবিয়ান’ টুর্নামেন্টে মিয়ামি ব্লেজ অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ সময় রাত ৯টায় বোকা র্যাটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। তবে এই ম্যাচে সাকিবের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।
এর আগে, গতকাল গ্লোবাল সুপার লিগ থেকে সাকিবের দল দুবাই ক্যাপিটালসের বিদায় ঘটে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব।
তবে পরের দুই ম্যাচে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি। শেষ ম্যাচে ১৬ রানে ১ উইকেট নিলেও ব্যাট হাতে ৭ বলে মাত্র ৩ রান করেন।
আপনার মতামত লিখুন :