সাকিব আল হাসান, এমন একজন ক্রিকেটার যার অভিধানে 'বিশ্রাম' শব্দটি যেন খুঁজে পাওয়াই মুশকিল। জাতীয় দলের বাইরে থাকলেও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চেয়েও বেশি ম্যাচ খেলে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
সম্প্রতি শেষ করেছেন গ্লোবাল সুপার লিগ, এরপর অংশ নিয়েছেন ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে। শিগগিরই তার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার কথা।
তবে তার আগে কিছুটা বিশ্রাম নিতে পারতেন, কিন্তু সাকিব ছুটছেন ব্যাট-বল হাতে নিউইয়র্কের পথে। সেখানে তিনি সিসিএল (CCL) নামক একটি আমেরিকান ঘরোয়া লিগে অংশ নেবেন।
জাতীয় দল থেকে সাময়িকভাবে বাদ পড়লেও সাকিব তার ফিটনেস ধরে রাখতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন। নিজের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করে যাচ্ছেন নিরন্তর।
সম্প্রতি আমেরিকায় সাকিবের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের আরেক স্পিনার নিহাদ-উজ-জামান। তিনিই সাকিবের ফিটনেস সংক্রান্ত পরিকল্পনার কথা জানিয়েছেন।
নিহাদুজ্জামান বলেছেন, সাকিব ভাই ফিটনেস নিয়ে অনেক সিরিয়াস। রানিং করেন নিয়মিত, নিজের ফিটনেস বা স্কিল নিয়ে অনেক কাজ করছেন। যতটুকু মনে হলো উনি সবসময় বর্তমান নিয়ে ভাবছেন আরকি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে সাকিবের ওজন কমার বিষয়টি স্পষ্ট। তবে কতদিন খেলা চালিয়ে যেতে চান, সে বিষয়ে নিহাদের সঙ্গে কোনো কথা হয়নি।
ফিটনেস ট্রেনিংয়ের জন্য ৪-৫ দিন পর সাকিবের ইংল্যান্ড যাওয়ার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন নিহাদ। তিনি বলেন, এখন নিউইয়র্কে আছেন সাকিব ভাই।
এরপর তিনি ইংল্যান্ডে একটা ফিটনেস ট্রেনিং করবেন। বাকি যে ৪-৫ দিন নিউইয়র্কে থাকবেন, উনার সঙ্গে প্র্যাকটিস করার চিন্তা আছে।
সুযোগ হলে পাঁচটা সেশন করা যায় কি না দেখি। উনার সঙ্গে প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারব, যা পরবর্তীতে কাজে লাগবে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ফিটনেস নিয়ে অন্যতম সিরিয়াস সাকিব। আর সে কারণেই ৩৮ বছর বয়সেও তিনি নিজেকে দারুণভাবে ফিট রেখেছেন।
আপনার মতামত লিখুন :