ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

বিসিবির কাঠামোয় বড় রদবদল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশাসনিক কাঠামোতে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। বহুল আলোচিত এই রদবদলের ফলে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব থেকে সরানো হয়েছে সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসকে।

তার জায়গায় নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স এইচপির জামাল বাবুকে।

গত কয়েকদিন ধরেই এই পরিবর্তনের গুঞ্জন চলছিল, যা অবশেষে সত্যি হলো। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শাহরিয়ার নাফিস ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে বিসিবিতে যোগদান করেছিলেন।

প্রায় চার বছর ধরে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। এখন থেকে তিনি নতুন ভূমিকায় এইচপি ইউনিটের ম্যানেজার হিসেবে কাজ করবেন।

অন্যদিকে, এইচপি বিভাগের দায়িত্ব পালন করা জামাল বাবুর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাকে ক্রিকেট পরিচালনা বিভাগে আনা হয়েছে।