অবশেষে প্রধান কোচ হিসেবে অভিষেক হচ্ছে মোহাম্মদ আশরাফুলের। দীর্ঘদিন ধরে কোচিং পেশার সঙ্গে যুক্ত থাকলেও এবারই প্রথম পুরো একটি দলের দায়িত্ব পেলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রতিভাবান এই ক্রিকেটার।
আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোহাম্মদ আশরাফুলের এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির পরিচালক এবং সাবেক অধিনায়ক আকরাম খান জানান, আশরাফুল নিজে কোচিং পেশায় আগ্রহী এবং বরিশালের হয়ে খেলার অভিজ্ঞতা থাকায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে নিয়েছি। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি।
আশরাফুলের কোচিং ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে। এবার তিনি সেই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
আকরাম খান আরও জানান, আশরাফুলের মতো বাংলাদেশের সাবেক অন্যান্য ক্রিকেটারদেরও কোচিং পেশায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিসিবির। সেলিম, রোকন, আফতাবের মতো ক্রিকেটারদেরও বিভিন্ন টুর্নামেন্টে যুক্ত করা হবে বলে জানান তিনি।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএলের এবারের আসরে বরিশাল বিভাগের প্রধান কোচ ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ানোয় তার স্থলাভিষিক্ত হলেন আশরাফুল।
আপনার মতামত লিখুন :