মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৫:০৩ পিএম

ক্রিকেটের ইতিহাসে যা ঘটেছিল আজকের এই দিনে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৫:০৩ পিএম

১৯৫০ সালে আজকের দিনে জন গডার্ড-এর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের মাটিতে তাদের প্রথম সিরিজ জয়। ছবি- সংগৃহীত

১৯৫০ সালে আজকের দিনে জন গডার্ড-এর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের মাটিতে তাদের প্রথম সিরিজ জয়। ছবি- সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ২৬ আগস্ট ছিলো অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এই দিনটি নানা স্মরণীয় ঘটনা, কিংবদন্তি খেলোয়াড়ের জন্ম-মৃত্যু, এবং অসাধারণ রেকর্ডের সাক্ষী হয়ে আছে।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো।

রেকর্ড গড়া সেঞ্চুরি ও কিংবদন্তিদের জন্ম (১৯২০)

১৯২০ সালে সারে-র ব্যাটার পি.জি.এইচ. ফেন্ডার নর্থহ্যাম্পটনের বিপক্ষে মাত্র ৩৫ মিনিটে প্রথম-শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে এক অনন্য রেকর্ড গড়েন। এই রেকর্ডটি আজও আলোচনার বিষয়।

মজার বিষয় হলো, প্রায় ছয় দশক পর, ১৯৮৩ সালে ল্যাঙ্কাশায়ারের স্টিভ ও’শগনেসি একই রেকর্ডে ভাগ বসান।

অপরদিকে, আজকের দিনেই জন্ম হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ক্রিকেটার জো সলোমন (১৯৩০) এবং টিনো বেস্ট (১৯৮১)-এর। সলোমন ১৯৬০-৬১ সালের বিখ্যাত টাই টেস্টে তার অসাধারণ রান-আউটের জন্য অমর হয়ে আছেন।

অন্যদিকে, আক্রমণাত্মক পেসার টিনো বেস্ট তার বিধ্বংসী বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও চমক দেখিয়েছেন। টেস্টে ১১ নম্বর ব্যাটার হিসেবে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি— মাত্র ৫ রানের জন্য রেকর্ডটি হাতছাড়া হয়।

ঐতিহাসিক জয় ও স্মরণীয় মুহূর্ত (১৯৫০)

১৯৫০ সালে আজকের দিনে জন গডার্ড-এর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের মাটিতে তাদের প্রথম সিরিজ জয় নিশ্চিত করে। পরবর্তীতে, ১৯৬৩ সালে ফ্র্যাঙ্ক ওরেল-এর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে ৩-১ ব্যবধানে সিরিজ জয় করে।

ওরেল-এর অসাধারণ নেতৃত্ব ও অবদানের স্মরণে পরবর্তীতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্যার ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি চালু হয়।

অপরদিকে, ১৯২৪ সালে আজকের দিনে চার্লি পার্কার এক ম্যাচে দুটি হ্যাটট্রিক করে এক বিরল কীর্তি গড়েন।

এছাড়াও, ১৯২১ সালে লিসেস্টারশায়ারের ব্যাটার টম সিডওয়েল দেরিতে মাঠে পৌঁছালে প্রতিপক্ষ অধিনায়ক ফেন্ডার তাকে ব্যাটিং করতে দেননি, যা সেই সময়ের ক্রিকেটে এক অস্বাভাবিক ঘটনা ছিল।

অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা

১৯৫৬: ইংল্যান্ডের রবিন হবস ৪৪ মিনিটে সেঞ্চুরি করে ফেন্ডারের রেকর্ড ছুঁতে প্রায় সক্ষম হন।

১৯৬৫: ব্রায়ান স্ট্যাথাম তার শেষ টেস্টে পাঁচ উইকেট শিকার করেন।

১৯৭০: দক্ষিণ আফ্রিকার পেসার ব্রেট শুল্টজের জন্ম হয় আজকের দিনে।

১৯৭৭: ইয়ান বোথামের পুত্র লিয়াম বোথামের জন্ম হয়, যিনি ক্রিকেট, রাগবি ইউনিয়ন ও রাগবি লিগ— তিন খেলাতেই খেলেছিলেন।

১৯৯১: অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট তারকা লিসা কেইটলি জন্মগ্রহণ করেন, যিনি পরে জাতীয় দলের প্রথম নারী কোচ হন।

আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।

রূপালী বাংলাদেশ

Link copied!