জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় সফল সফরের পর এবার নতুন মিশনে ইংল্যান্ডে উড়াল দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা ত্যাগ করে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলটি।
ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের প্রমাণ করতে বদ্ধপরিকর এই তরুণ টাইগাররা। ইংল্যান্ডে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুবারা।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি। এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
সাম্প্রতিক সময়ে দেশের বাইরে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
এবার ভিন্ন ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। ইংল্যান্ডের পেস-বান্ধব পিচে নিজেদের মানিয়ে নেওয়াটা হবে এই তরুণ ক্রিকেটারদের জন্য এক বড় পরীক্ষা।
দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। গত দুটি সিরিজে আমরা দল হিসেবে খুব ভালো খেলেছি। ইংল্যান্ডের কন্ডিশন একেবারেই ভিন্ন। আমরা সেখানে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই
আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ সবুজ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন