দেশের ক্রিকেটে নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনে দোটানায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিনিয়র খেলোয়াড়দের অনীহা, ফর্ম ও অভিজ্ঞতার ঘাটতি—সব মিলিয়ে সময়ের চাহিদা মেটাতে উপযুক্ত নেতৃত্ব খুঁজে পাচ্ছে না বোর্ড।
মুশফিকুর রহিম ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আর নেতৃত্বে ফিরতে চান না। টেস্ট দলের সাবেক সফল অধিনায়ক মুমিনুল হকও ফিরে আসার প্রস্তাব পেয়েও না বলেছেন।
নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ফর্ম ঠিক রাখতে নেতৃত্বের বাড়তি চাপ নিতে চান না। ফলে সম্ভাব্য হিসেবে বাকি থাকছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাইজুল ইসলাম।
যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এখন পর্যন্ত এই তিনজনের কারও সঙ্গে আনুষ্ঠানিকভাবে টেস্ট নেতৃত্ব নিয়ে বসেনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের পর মাঠে শান্ত ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের আলাপ দেখে গুঞ্জন তৈরি হয়েছিল।
কিন্তু বোর্ডের এক পরিচালক জানালেন—সেটি ছিল শুধুই ব্যাটিং নিয়ে আলোচনা, টেস্ট অধিনায়কত্বের প্রসঙ্গ আসেনি।
এ বিষয়ে জানতে চাইলে মুমিনুল নিশ্চিত করেন, বিসিবি তার সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি বলেন, স্যার জানতে চেয়েছিলেন অধিনায়কত্ব নিতে রাজি আছি কিনা। আমি জানিয়েছি, এখন নিতে চাই না।
অন্যদিকে মিরাজ টেস্ট নেতৃত্বে আগ্রহী হলেও তার ওপর বোর্ড খুব একটা আস্থা পাচ্ছে না বলে জানা গেছে। প্রথম পছন্দ হিসেবে ফর্মহীনতা সত্ত্বেও লিটন দাসের নাম সামনে থাকলেও বিবেচনায় আছেন দেশের নির্ভরযোগ্য বামহাতি স্পিনার তাইজুল ইসলামও। তবে দুজনের সঙ্গেই এখনো বসা হয়নি ক্রিকেট পরিচালনা বিভাগের।
এ বিষয়ে বিসিবির এক গুরুত্বপূর্ণ পরিচালক বলেন, লিটন টেস্টে ধারাবাহিক না। একজন অভিজ্ঞ ও প্রভাবশালী টেস্ট ক্রিকেটার হলে ভালো হতো। কিন্তু যারা অভিজ্ঞ, তারা কেউই রাজি হচ্ছে না।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন