রিয়াল মাদ্রিদ আবারও দেখাল এল ক্লাসিকোর আধিপত্য। সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের দুর্দান্ত গোলের সুবাদে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল লস ব্ল্যাঙ্কোস। এই জয়ে পাঁচ পয়েন্টের স্বস্তি পেল জাবি আলোনসোর দল।
তবে মাঠের এই সাফল্যকে খানিকটা ম্লান করে দিল ভিনিসিউস জুনিয়রের আবেগী প্রতিক্রিয়া। ম্যাচের ৭২তম মিনিটে রদ্রিগোর জায়গা করে দিতে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্রাজিলিয়ান তারকা।
তাকে মাঠ ছাড়ার সঙ্কেত দেখার পর একরকম হতভম্ব হয়ে যান ভিনিসিউস। হাত তুলে অসন্তোষ জানান এবং কোচকে অভিবাদন না জানিয়েই সরাসরি ড্রেসিংরুমের টানেলের দিকে চলে যান। পরে অবশ্য ফের বেঞ্চে এসে বসেন এবং ম্যাচের উত্তেজনাপূর্ণ শেষ অংশ দেখেন সতীর্থদের সঙ্গে।
শেষ মুহূর্তে মাঠে উত্তাপ ছড়ায় দুই দলের ফুটবলারদের মাঝে। তখনও আলোচনার কেন্দ্রে ভিনি—আলেহান্দ্রো বাল্দে, লামিন ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি।
কোচিং স্টাফ তাকে শান্ত করার চেষ্টা করলেও আবেগ সামলানো কঠিন হচ্ছিল ব্রাজিলিয়ান তারকার জন্য।
ম্যাচশেষে পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে শান্তভাবেই জবাব দেন রিয়ালের স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘এখন জয় উদযাপন, পরে কথা হবে’।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন