নারী বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আগে ব্যাট করে শারমিন আক্তার ও সুমাইয়া আক্তারের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান তোলে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ২৪১ রানে থেমে যায়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ফারজানা হক ১ রানে বিদায় নিলেও দলের হাল ধরেন আরেক ওপেনার রুবিয়া হায়দার ও অভিজ্ঞ শারমিন আক্তার।
তাদের ৯০ রানের জুটি বড় স্কোরের ভিত্তি গড়ে দেয়। রুবিয়া ৩৩ রান করে আউট হলেও শারমিন লড়াকু ব্যাট করে ১০১ বলে ৭১ রানের এক ঝলমলে ইনিংস খেলেন।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩০ বলে ২০ রান করেন। মিডল অর্ডারে সুমাইয়া আক্তার খেলেন ৪২ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। শেষদিকে ফাহিমা খাতুনের অপরাজিত ২৬ রানে বাংলাদেশ ২৪২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।
২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। দলের বড় তারকা চামারি আতাপাত্তুকে ব্যক্তিগত ৮ রানেই বোল্ড করেন মারুফা আক্তার। ফাহিমা খাতুন ও রাবেয়া খানের উইকেট শিকারে ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।
তবে পঞ্চম উইকেটে কাভিশা দিলহারি ও নীলাকশিখা সিলভা মিলে ৯৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। নিশীতা আক্তার নিশির বলে কাভিশা (৪২) হিট আউট হলে এই জুটি ভাঙে।
এরপর নীলাকশিখা একাই লড়াই চালিয়ে যান এবং জয়ের কাছাকাছি নিয়ে যান দলকে। তিনি ৭৫ রান করে ৪৯তম ওভারে নাহিদা আক্তারের শিকার হলে ম্যাচে উত্তেজনা ফেরে।
শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১০ রান, হাতে ছিল ২ উইকেট। তবে নাহিদা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে শ্রীলঙ্কা মাত্র ৯ রান তুলতে পারে এবং শেষ দুই উইকেট হারিয়ে ২৪১ রানেই গুটিয়ে যায়।
এর ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার একাই শিকার করেন ৩টি উইকেট। এ ছাড়া ফাহিমা খাতুন ও মারুফা আক্তার নেন ২টি করে উইকেট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন