শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানদের দেওয়া ১৪৮ রানের জবাবে ৫ বল ও ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
শুক্রবার (৩ অক্টোবর) টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৪৭ রানের সংগ্রহ পায় রশিদ খানের দল।
আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের জবাবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ, দলীয় ৩ রানের মাথায় তানজিদ তামিমকে হারায় টাইগাররা। তামিম ফেরার পর দলীয় ১৬ ও ২৪ রানের মাথায় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
পরপর উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ, তখনি ব্যাট হাতে দলকে চাপমুক্ত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় জাকের আলী।
শামীম পাটোয়ারীকে সাথে নিয়ে ৫৬ রানের জুটি বাঁধে জাকের, দলীয় ৮০ রানের মাথায় জাকের ফিরলে আবার শঙ্কা জাগে পরাজয়ের।
শামীম, নাসুম সাইফুদ্দিন ও রিশাদ যখন সাজঘরের পথ ধরে, ঠিক তখন বাংলাদেশ স্কোর ৮ উইকেট হারিয়ে ১২৯ রান। জয়ের জন্য প্রয়োজন ১২ বলে ১৯ রান, ব্যাট হাতে শেষ ভরসা নুরুল হাসান সোহান।
১৯ ওভারের প্রথম বলে ছক্কা মেরে সমীকরণকে সহজ করে তুলেন সোহান, জয়ের জন্য তখন দরকার ১১ বলে ১৩ রান। ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে শরিফুলকে ক্রিজ দিলে আবারও ভয় চেপে ধরে টিম টাইগার্স শিবিরে। জয়ের জন্য তখন দরকার ১০ বলে ১২ রান, তবে ব্যাট হাতে হঠাৎ সবাইকে চমকে দিলেন শরিফুল।
১৮.৪ বলে ২ রান এবং ১৮.৫ বলে চার মেরে জয়ের পথ সহজ করে দেয় শরিফুল। ১৯ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ ১৪৬ রান। জয়ের জন্য প্রয়োজন ২ রান হাতে রয়েছে ৬ বল এবং ২ উইকেট। বল হাতে আফগানিস্তানের হয়ে আসে ওমরযাই, ওভারের প্রথম বলেই ওমরযাইকে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করে শরিফুল।
শেষদিকে শরিফুল ও নুরুল হাসান সোহানের দারুণ ব্যাটিংয়ে ৫ বল ও ২ উইকেট হাতে রেখেই সিরিজ জিতে নেয় জাকের আলীর দল।
এদিন ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ১৪ বলে ১৮ রান করেন সাইফ হাসান, ২৫ বলে ৩২ রান করেন জাকের আলী, ২২ বলে ৩৩ রান করেন শামীম পাটোয়ারী, ২১ বলে ৩১ রান করেন নুরুল হাসান সোহান এবং ৬ বলে ১১ রান সংগ্রহ করেন শরিফুল ইসলাম।
বল হাতে আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট নেন আজমত উল্লাহ ওমরযাই, এবং ২টি উইকেট নেন রশিদ খান।
বলহাতে ১ উইকেট এবং ব্যাট হাতে ১১ রান করে এদিন ম্যাচসেরার পুরস্কার জিতেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
আফগানিস্তান – ১৪৭/৫ (২০ ওভার)
জাদরান ৩৮, গুরবাজ ৩০*, নবি ২০*
রিশাদ ২/৪৫, নাসুম ২/২৫, শরিফুল ১/১৩
বাংলাদেশ – ১৫১/৮ (১৯.৫ ওভার)
সোহান ৩১*, শামীম ৩৩, জাকের ৩২
ওমরজাই ৪/২৩, রশিদ ১/২৯
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী।
সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন