এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। শারজায় শ্বাসরুদ্ধকর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে সিরিজ নিশ্চিত করে লাল-সবুজের দল।
১৪৮ রানের লক্ষ্য তাড়ায় বারবার চাপে পড়েও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান (অপরাজিত ২১ বলে ৩১) ও শরিফুল ইসলামের ব্যাটে ভর করে জয় ছিনিয়ে এনেছে দল।
এই দারুণ জয়ের পর বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী তার সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন। বিশেষ করে, বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি তিনি।
ম্যাচ শেষে জাকের আলী বলেন, ভালো লাগছে, দল হিসেবে আমরা শেষ দুই ম্যাচে দারুণ খেলেছি এবং শেষ ম্যাচে আরও বেশি পরিপূর্ণ ছিলাম।
তিনি আরও বলেন, বোলাররা শুরুটা ভালো করে দিয়েছে, উইকেট আগের দিনের চেয়ে ভালো ছিল, আর আমরা দারুণ খেলেছি।
এই ম্যাচে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তোলে। এর মধ্যে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে শামীম হোসেন (৩৩) ও অধিনায়ক জাকের আলীর (৩২) জুটি দলকে লড়াইয়ে ফিরিয়ে আনে।
তবে শেষদিকে আবারও যখন ধস নামে, তখন অভিজ্ঞ নুরুল হাসান সোহান দৃঢ়তা দেখান। শেষ ওভারে মাত্র ২ রান দরকার থাকাকালে শরিফুল ইসলাম প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ঠান্ডা মাথায় দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল ৫ আগস্ট শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন