ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘কালো উইকেট’ নিয়ে ক্রিকেট মহলে যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, তাতে ভিন্নমত পোষণ করলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
তার মতে, আধুনিক ক্রিকেটে এমন মন্থর উইকেট অনেকেই মানতে না পারলেও, এর চেয়েও বাজে উইকেটে অতীতে খেলা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলের ঐতিহাসিক ১০ উইকেট শিকারের পিচটির কথা উল্লেখ করেন।
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২০৮ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ ৭৪ রানের বিশাল জয় পাওয়ায় উইকেটের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে মুশতাক আহমেদ সেই সমালোচনার তীব্রতা কমাতে চাইলেন।
তিনি বলেন, হ্যাঁ, (এর চেয়ে খারাপ উইকেট) অনেক। আমার মনে আছে, দিল্লিতে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট পেয়েছিলেন। সেই উইকেটটি এর থেকেও খারাপ ছিল।
মুশতাক আহমেদ সেই ম্যাচের কথা মনে করিয়ে দেন, যেখানে তিনি স্বয়ং পাকিস্তানের হয়ে খেলেছিলেন। সেটি ছিল ১৯৯৯ সালের দিল্লি টেস্ট।
সেই ঐতিহাসিক ম্যাচে ভারতীয় কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৪ রান খরচ করে পাকিস্তানের সবকটি উইকেট তুলে নিয়েছিলেন। মুশতাক সেই ইনিংসে কুম্বলের শিকার হওয়া দশম ব্যাটসম্যান ছিলেন।