ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সিরিজের মাঝপথে দলে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:১৭ পিএম
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাঝপথেই স্কোয়াডে পরিবর্তন আনলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে বড় হারের পর স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করতে দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। একই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস।

সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই দুই ক্রিকেটার। দল সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী আকিল হোসেন রোববার রাতেই ঢাকা পৌঁছাবেন। 

এর ফলে, গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও রোস্টন চেজের সঙ্গে চতুর্থ স্পিনার হিসেবে ক্যারিবীয় দলে যোগ দিলেন তিনি।

প্রথম ওয়ানডেতে মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে ক্যারিবীয়দের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। অন্যদিকে, বাংলাদেশ দুর্দান্ত এক জয় তুলে নেওয়ার পর স্পিন শক্তি বাড়াতে দলে ভেড়ায় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। 

স্বাগতিকদের এই পদক্ষেপের জবাবেই যেন নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ। স্পিনের জবাব স্পিনেই দিতে আকিল হোসেনের অন্তর্ভুক্তি ক্যারিবীয়দের পরিকল্পনা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

পাশাপাশি, প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার রেমন সিমন্ডসও বোলিং আক্রমণে ভিন্নতা যোগ করবেন। জানা গেছে, স্কোয়াড থেকে ফিরে যাচ্ছেন দুই পেসার জেদিয়াহ ব্লেডস ও শামার জোসেফ।

এদিকে, আগামীকাল সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু'দল।