চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাটিং করছে উইন্ডিজ। ব্যাটিং পাওয়ার প্লেতে তারা তুলে ৩৫ নেয় রান।
আজ সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজের হয়ে এ দিন ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং। ক্রিজে ব্যাট হাতে এসে ক্যারিবিয়ানরা প্রথমে সাবধানীভাবে খেলা শুরু করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান। ক্রিজে ১৭ বলে ১১ রানে ব্যাট করছে ব্র্যান্ডন কিং এবং ১৯ বলে ২০ রানে খেলছে আলিক আথানেজ।
আজকের খেলায় দু-দলের একাদশ
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান
ওয়েস্ট ইন্ডিজ: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন