বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে দলগুলো। নতুন মালিকানায় এবারের বিপিএলে অংশ নিতে যাচ্ছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রাম রয়্যালস নামে মাঠে নামা দলটি সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভিড়িয়েছে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন এই পাকিস্তানি স্পিনার। বিপিএলে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে আবরারের। ২০২৩ বিপিএলে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির হয়ে অংশ নিলেও সে আসরে খুব একটা প্রভাব ফেলতে পারেননি তিনি।
ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিপিএলের বাইরে কেবল মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলার অভিজ্ঞতা রয়েছে আবরার আহমেদের।
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১০টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি সংস্করণে তার ঝুলিতে রয়েছে ৩৩টি উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭৩ ম্যাচে তিনি শিকার করেছেন ৯০ উইকেট।
এদিকে এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ৬টি দল। প্রাথমিকভাবে পাঁচ দল নিশ্চিত করা হলেও পরবর্তীতে যুক্ত হয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন