আইএল টি-টোয়েন্টি লিগে খেলতে নেমে বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল হলেও তার দল দুবাই ক্যাপিটালস পরাজিত হয়েছে।
শনিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে হেরে যায় গালফ জায়ান্টসের কাছে।
অভিষেক ম্যাচেই মোস্তাফিজের বলের দাপট দেখা যায়। ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে তিনি তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। ফিল্ডিংয়ে নিয়েছেন আরও দুটি ক্যাচ।
ম্যাচে আগে ব্যাট করে দুবাই ক্যাপিটালস ১৬০ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে গালফ জায়ান্টস ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
এদিন মোস্তাফিজ ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে আউট করেন। পাওয়ার প্লের শেষ ওভারে তিনি ক্যাচে সাহায্য করলেও ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচটি মিস হওয়ায় ১০ রান খরচ হয়।
এরপর মোস্তাফিজ ১২তম ওভারে পাতুম নিশাঙ্কার উইকেট নিয়ে কিছুটা জমিয়ে তোলেন ম্যাচ। এবং ১৬তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন