ভারতীয় ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়লেন রোহিত শর্মা। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভিসাখাপত্তনমে তৃতীয় ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। সবচেয়ে কম ইনিংসে এই কীর্তি গড়ার রেকর্ড গড়েছেন রোহিত।
২০০৭ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন রোহিত। পরে ২০১৩ সালে টেস্টে অভিষেক হয় তার। তিন ফরম্যাট মিলিয়ে মাত্র ৫৩৮ ইনিংসেই ২০ হাজার রান পূর্ণ করেন তিনি, যা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড।
২০ হাজার রানের ক্লাবে রোহিত ভারতের চতুর্থ ব্যাটার। এই তালিকায় শীর্ষে রয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি এবং তৃতীয় অবস্থানে সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। এবার সেই অভিজাত তালিকায় নিজের নাম লেখালেন রোহিত শর্মা।
শনিবারের ম্যাচে রোহিত করেন তার ওয়ানডে ক্যারিয়ারের ৬১তম হাফ-সেঞ্চুরি। মাত্র ৫৪ বলে ফিফটি করেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। সিরিজের প্রথম ম্যাচে রোহিত করেছিলেন ৫৭ রান, দ্বিতীয় ম্যাচে আউট হন ১৪ রানে।
উল্লেখ্য, রোহিত শর্মা ২০২৪ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তিনি শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে সক্রিয় রয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন