রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার (১৫ এপ্রিল) কিংস অ্যারেনায় ২-১ গোলের জয় পায় বসুন্ধরা। আগামী ২২ মার্চ ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে কিংসরা।
নাটকীয়তায় ভরা এ ম্যাচে অবশ্য প্রথম গোল পায় রহমতগঞ্জ। ম্যাচের ৭৫ তম মিনিটে গোল করে এগিয়ে যায় রহমতগঞ্জ। তবে রহমতগঞ্জের সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮২তম মিনিটে বসুন্ধরাকে সতায় ফেরান সাদ উদ্দিন।
এর আগে প্রথমার্ধে একাধিক চেষ্টা করলেও গোলের দেখা পায়নি কোন দলই।
নির্ধারিত ৯০ মিনিট পর ১-১ স্কোরলাইন নিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি পায় বসুন্ধরা। ম্যাচের ১১৩তম মিনিটে রাকিব হোসেনের ক্রসে হেডে গোল করেন বদলি হিসেবে নামা ইনসান হোসেন।
আবাহনীর সঙ্গে ২২ এপ্রিল ফাইনাল খেলবে বসুন্ধরা কিংস।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন