ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

পুলিশের কাছে ধরা খেল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:১৭ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফের হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় আজ বাংলাদেশ পুলিশ এফসি ১-০ গোলে পরাজিত করেছে বসুন্ধরা কিংসকে।

পুলিশ এফসির হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন দীপক রায়। কাকতালীয়ভাবে, তিন বছর আগে কিংস অ্যারেনার উদ্বোধনী ম্যাচটিও ছিল বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ পুলিশ এফসির মধ্যে।

চলতি লিগে বসুন্ধরা কিংসের শিরোপা ধরে রাখার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। আজকের এই পরাজয়ের ফলে রানার্স আপ হওয়ার দৌড়েও পিছিয়ে পড়ল দলটি। 

১৫ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সংগ্রহ ২৫ পয়েন্ট।

এই মুহূর্তে লিগের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী যদি আগামীকাল ফর্টিজের বিপক্ষে জয়লাভ করে অথবা ড্র করে, তবে বসুন্ধরা কিংসের সাথে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াবে চার অথবা ছয়। 

এদিকে লিগে আর মাত্র তিনটি ম্যাচ বাকি থাকায় এই ব্যবধান কমানো বসুন্ধরা কিংসের জন্য এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।