ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ঘরে ফিরে আবেগাপ্লুত ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০১:৩২ পিএম
আনহেল ডি মারিয়া। ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছেন বিশ্বকাপ জয়ী তারকা আনহেল ডি মারিয়া। ২০০৭ সালে ক্লাব ছাড়ার পর এই দিনটির জন্যই অপেক্ষা করছিলেন রোজারিও সেন্ট্রালের সমর্থকরা।

গিগান্তে দে আরোজিতোর সেন্টেনারিও হলে এক আবেগঘন সংবাদ সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন আনহেল ডি মারিয়া। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, এই ধরনের পরিবেশ আমার পছন্দ নয়। বল থাকলে ভালো হতো, ওটাই সহজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

নিজের ঘরে ফিরতে পেরে তিনি কতটা খুশি, তা তার কণ্ঠেই স্পষ্ট ছিল। ডি মারিয়া জানান, এই দিনটির জন্য তিনি অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন এবং আগেও ফিরতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি।

তিনি বলেন, আজ আমি এখানে, পরিবারের সঙ্গে খুশি। ফের সেন্ট্রালের হয়ে খেলতে পারা... গিগান্তেতে ফিরতে পারা—এটাই চেয়েছিলাম।

তিনি আরও যোগ করেন, দলকে আবার দেখলাম, অনুশীলন করলাম, এই জার্সি পরে আবার মাঠে নামলাম। এই ক্লাবের অংশ হতে পারা গর্বের। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করলেও এত বছর পর ঘরে ফেরাটা তার কাছে একেবারেই আলাদা এক অনুভূতি।

রোসারিওতে পরিবার নিয়ে থাকা এবং সেখানকার মানুষকে খুশি করতে পারাটাই তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

লিওনেল মেসিসহ আরও অনেক সতীর্থের সঙ্গে তার কথা হয়েছে বলে জানান ডি মারিয়া। তারা সবাই তার ফিরে আসায় খুশি হয়েছেন এবং মেসি তাকে মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

মেসি ও অন্যান্য সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক শুধু বন্ধুত্ব নয়, বরং ভাইয়ের মতো বলেও উল্লেখ করেন তিনি।

নিজের ভবিষ্যৎ এবং লক্ষ্য নিয়ে ডি মারিয়া বলেন, তিনি এখন অবসরের কথা ভাবছেন না। তিনি আরও খেলতে চান এবং খেলাটা উপভোগ করতে চান।

কোচ অ্যারিয়েল হোলানের সঙ্গে প্রায় এক মাস ধরে তার আলোচনা চলছে এবং তাদের একটাই লক্ষ্য—চ্যাম্পিয়ন হওয়া। ডি মারিয়া দৃঢ়ভাবে বলেন, সেন্ট্রাল সবসময় সেরাটা দাবি করে। আমরাও সেটাই দিতে চাই।