ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাত ১টায় মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
এই হাইভোল্টেজ ম্যাচে ফুটবলপ্রেমীরা যেমন কিলিয়ান এমবাপ্পের পুরোনো ক্লাবের বিপক্ষে পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন, তেমনই খেলোয়াড়দের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিউ জার্সির অসহনীয় গরম ও আর্দ্রতা।
ফাইনালের টিকেট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে শুধু শিরোপাই নয়, বরং প্রমাণের জায়গাও তৈরি হয়ে গেছে দুই শিবিরে।
জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠা সাবেক তারকা ফুটবলার জাবি আলোনসোর রিয়াল দলটি তরুণদের সাহস ও দলীয় দৃঢ়তায় ভর করে এগিয়ে যাচ্ছে।
অপরদিকে, লুইস এনরিকের পিএসজি এই মৌসুমে সব শিরোপাই জিতে নিয়েছে, কিন্তু এবারের লড়াইয়ে তাদের শক্তিশালী রক্ষণভাগে বড়রকমের ঘাটতি রয়েছে।
আজ এমবাপ্পে থাকবেন তো?
সবার চোখ এখন কিলিয়ান এমবাপ্পের দিকে। রিয়ালের তারকা ফরোয়ার্ড গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন। সেমির ম্যাচে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
এমন অবস্থায় দলে জায়গা পেতে পারেন তরুণ গঞ্জালো গার্সিয়া, যিনি এখন পর্যন্ত চার গোল করে টুর্নামেন্টের চমক হয়ে উঠেছেন।
এদিকে রিয়াল কোচ জাবি আলোনসোর সামনে কঠিন সিদ্ধান্ত—অভিজ্ঞ ফরাসি তারকাকে নামাবেন, নাকি ফর্মে থাকা তরুণকেই ভরসা করবেন!
পিএসজির রক্ষণভাগে ঘাটতি
লুইস এনরিকের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা হলো রক্ষণভাগ। দুই প্রধান ডিফেন্ডার উইলিয়াম প্যাচো ও লুকাস হার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না।
তাই একাদশে সুযোগ পাচ্ছেন তরুণ ব্রাজিলিয়ান সেন্টারব্যাক বেরালদো। কিন্তু রিয়ালের দ্রুতগতির আক্রমণের বিপক্ষে তার পরীক্ষা বেশ কঠিন হতে যাচ্ছে। তদুপরি, গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার ফিটনেস নিয়েও এখনও সংশয় রয়েছে।
নিউ জার্সির অসহনীয় গরম
এই ম্যাচে দু’দলের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে যাচ্ছে তাপমাত্রা। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দুই কোচই ইতিমধ্যে জানিয়েছেন, এমন তাপমাত্রায় ম্যাচ চালানো কঠিন হবে।